Latest News

মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলা বর্ষবরণ

সেলিম আলম, মাদ্রিদ :  স্পেনে বাংলাদেশ দূতাবাস বর্নাঢ্য অনুষ্টানের মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে বরণ করেছে। এ উপলক্ষে গত ১৮ এপ্রিল মাদ্রিদে দূতাবাসের নিজস্ব কার্যালয়ে দূতাবাস কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে বাঙালি খাবার আর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ্য হয়ে উঠে। প্রবাসেও নববর্ষের ছোঁয়ায় ফুটে উঠুক আনন্দের প্রতিচ্ছবি- এমন প্রত্যাশা নিয়ে ১৪২২ সালকে বরন করা ও বাঙালি সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা  নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে বাংলাদেশ দূতাবাসের এমন আয়োজন- জানালেন দূতাবাসের চার্য দা অ্যাফেয়ার্স শাখাওয়াত হুসেইন। অনুষ্ঠানে কমিউনিটি নেতৃবৃন্দের  পক্ষে  উপস্থিত ছিলেন  আবুল কালাম আজাদ,এডভোকেট নজরুল ইসলাম শওকত, এ কে এম জহিরুল ইসলাম, সেলিম আলম, মোহাম্মাদ জাহিদ, আবুল হুসেন , এডভোকেট তারেক, তাপস দেবনাথ, শিল্পী মামুন হাওলাদার প্রমুখ। দূতাবাসের চার্য দা অ্যাফেয়ার্স শাখাওয়াত হুসেইন, কমার্স মিনিষ্টার নাবিদ শাফিউল্লাহ  ও শরিফুল ইসলাম উপস্থিত সকল কে শুভেচ্ছা জানান।পরে সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com