Latest News

রফিকুল ইসলাম ভূইয়া'র মৃত্যুতে স্পেন বিএনপি'র শোক সভা (ভিডিও সহ)

সেলিম আলম, মাদ্রিদ : স্পেন বিএনপি'র অন্যতম প্রতিষ্টাতা মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ভূইয়া'র মৃত্যুতে শোক সভা ও তার আত্মার মাগফেরাত কামনা করে  দোয়া মাহফিলের  আয়োজন করেছে স্পেন বিএনপি।  গত ১৩ এপ্রিল মাদ্রিদের ফাফল্গুনী রেষ্টুরেন্টে  অনুষ্টিত এ শোক সভার সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি খোরশেদ আলম মজুমদার। ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শরিফ মনির ও মোর্শেদ আলমের পরিচালনায় প্রয়াত এই মুক্তিযোদ্ধার রাজনৈতিক প্রজ্ঞা ও বর্নীল জীবনী নিয়ে আলোচনা করেন ডাক্তার দুলাল,মোখলেচুর রহমান, তালাত মাহমুদ উজ্জ্বল, আবু বক্কর, কাজী কাসেম, সেলিম মিয়া, ইসলাম উদ্দিন পঙ্কি, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন লুতফুর, সুহেল ভুইয়া প্রমূখ।
বক্তারা বলেন, রফিকুল ইসলাম দীর্ঘ দিন স্পেনে বসবাস করলেও দেশ,মা আর মাটির টানে কিছুদিন যাবৎ দেশে অবস্থান  করছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রবীন এবং সুস্থ ধারার রাজনীতিবিদ হারালো। তারা তার পরিবারের প্রতি সমবেদনা জানান। সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com