Latest News

কৌশলগত অংশিদারিত্বের বিষয়ে মত বিনিময় করল চীন-রাশিয়া

এসবিএন ডেস্ক :  রাশিয়া সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে  মস্কো-বেইজিং কৌশলগত অংশিদারিত্বের বিষয় মত বিনিময় করেছেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আজ(মঙ্গলবার) এ কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, রুশ-চীন কৌশলগত অংশিদারিত্বের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্র। তাই আন্তর্জাতিক বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়টি বিশেষ ভাবে নজর দেয়া হবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আন্তর্জাতিক অনেক ফোরাম বিশেষ করে জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা, বিআরআইসিএস, এপিইসিসহ মস্কো-বেইজিং সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বিশ্বের এবং আঞ্চলিক চ্যালেঞ্জের মোকাবেলা এবং  বিশ্ব অর্থনীতির টেকসই উন্নয়ন জন্য যৌথ প্রয়াসের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরত্বারোপ করেছে উভয়পক্ষ। সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে আজ মস্কো গেছেন ওয়াং। আগামি মাসের ৯ তারিখে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর মস্কো সফরের আগে রাশিয়া সফর করছেন তিনি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com