Latest News

তিন সিটি নির্বাচন: গণমাধ্যম কর্মীদের ফেসবুক স্ট্যাটাস

এসবিএন ডেস্ক : তিন সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সামিজিক যোগাযোগ মাধ্যমে ঝড় বইছে। দেশে বিদেশে গণমাধ্যম কর্মীরা লিখেছেন তাদের নিজস্ব ভাবনা। কয়েকজনের  ফেসবুক স্ট্যাটাস নিয়ে এই আয়োজন।

উজ্বল দাস, লন্ডন প্রতিনিধ, প্রথম আলো:  যাই হউক; অল্পের জন্য গণতন্ত্র রক্ষা পাইছে!!
গণতন্ত্র রক্ষার জন্য তিনারা যা করতেছেন, এক কথায় বাজিমাত!!
পাড়ার বড় ভাই সজিবের ভোট আগেই দিয়া দিছেন!
বলি, একটা দায়িত্ব আছেনা!!
সজীব; গনতন্ত্র রক্ষায় তোর ভোট শহীদ হইছে!
মন খারাপের কিছু নাই!
বাংলা সিনেমা অনেক উন্নতি করছে, আজকে আর রিহার্সেল এর দরকার ছিলনা!!

তনুশ্রী রায়, নিউজ রুম এডিটর, দেশ টিভি: আমাগো ট্যাক্সের ট্যাকা খরচ কইরা নির্বাচন পাতাইয়া তা নিয়া ফাইজলামি....!!!

মুনজের আহমেদ চৌধুরী, বার্তা সম্পাদক, চ্যানেল আই ইউরোপ:  বিবস্ত্র গনতন্ত্রে,উলঙ্গ বাকশালে তারা পিছিয়ে দিচ্ছে বাংলাদেশকে। এদেশের খেটে খাওয়া মানুষের হাত ধরে অর্জন করা বাংলাদেশের অগ্রযাত্রা শুধুমাত্র যে করেই হোক ক্ষমতায় আকঁড়ে থাকবার লড়াইয়ে উন্মত্ততায় বিলীন হতে পারে না। বাংলাদেশের আকাশে,গনতন্ত্রের গনজাগরন আসবেই...। অপেক্ষা শুধু সময়ের।
ক্ষমতাজীবি রাজনীতিবিদদের সব চেষ্টা ব্যার্থ করে দিয়ে তবু বাংলাদেশ এগিয়ে যাবে,অতীতের মত,দিনমজুরের ঘামে-দেশমাতৃকার জন্য ভালবাসার দামে...।

কবির য়াহমদ, প্রধান সম্পাদক, সিলেটটুডে ২৪.কম: আওয়ামিলীগ জিততে চেয়েছে। তারা নিজেরা নিজেদের জিতিয়ে দিয়েছে।
বিএনপি হারতে চেয়েছে। তারা নিজেরা নিজেদের হারিয়ে দিয়েছে।
বামদলগুলো সিদ্ধান্ত দেখে সিদ্ধান্ত নিতে চেয়েছে। এতে কারও দুপুর আর কারও বিকাল হয়ে গেছে।
সিইসি'র বক্তব্য আগে থেকে লিখিত ছিল। বিকালে তিনি আবৃত্তি করতে পেরেছেন।
ভোটার আর দেশবাসি আজ কেবল টিভি দেখে, আগামিকাল পত্রিকা পড়বে, পরশু আলোচনা করবে এবং তার পরের দিন সব ভুলে যাবে!

গুলজার আহমেদ, চ্যানেল ২৪, সিলেট: ছিঃ ক্ষমতাই সকল উৎস।

নুরুল ওয়াহিদ, ইউরোপ বিশেষ প্রতিনিধি, চ্যানেল এস: আমি এই নির্বাচনের সাথে এক মত হতে পারলাম না সরি।

তারেক চৌধুরী, লন্ডন প্রতিনিধি, আমার দেশ:  সরকার নির্বাচনে যে প্রার্থী হওয়ার সুযোগ দিছে। . এটাই শুকরিয়া আদায় করেন...

হাসান মুন্না, স্টাফ রিপোর্টার,  নিউজ বিএনএ, চট্টগ্রাম : একটা সংবাদ বলবো। সাবধান, একটুও হাসবেন না কিন্তু।
"নির্বাচন সুষ্ঠু হওয়ায় সবাইকে সিইসির ধন্যবাদ" (ইত্তেফাক)
বিনোদনের অভাব নেই দেশে!

মাইনুল হক বুলবুল,  এনটিভি প্রতিনিধি, সিলেট:  নির্বাচন কাকে বলে?- বুঝিয়ে দিল আওয়ামীলীগ।

আনিস রহমান, ক্যামেরা পার্সন, এনটিভি, সিলেট: 
ভোট হয়েছে ভোট
নির্বাচনকি সুষ্টু হলো
নাকি হরিলুট !
জবাব পাব কোথা
সবখানেতেই সেটিং করা
ময়না টিয়া তোতা ।
জানে সবাই জানে
নিরাপত্তা জোরদার ছিল
হয় কি কোন মানে !
আব্বাস তাবিদ সাকি
অবশেষে বুঝল সবই
শুভংকরের ফাঁকি ।

আফাজ জনি, স্পেন প্রতিনিধি, চ্যানেল এস ও স্পেন ব্যুরো প্রধান, বাংলা কাগজ: 'গনতন্ত্র' কিভাবে লিখতে হয় মনে হয় ভুলে গেছি!!
লোকমান হোসেন, স্পেন প্রতিনিধি, বাংলা টিভি ও এসএ টিভি: সোনার ছেলেদের কর্ম কাহিনী দেখে নির্বাচনের ফলাফল মেনে নিতে পারলাম না ,দুঃখিত ।

সাহাদুল সুহেদ, স্পেন প্রতিনিধি, চ্যানেল আই ও প্রধান সমন্বয়কারী, বাংলা কাগজ: এমনটি হবে জেনেই বিএনপি নির্বাচনে এসেছিল। বয়কট করার সিদ্ধান্তও পূর্বপরিকল্পিত। মেনে নিলাম। কিন্তু রাজনীতির মাঠে বিএনপিকেই জয়ী মনে হচ্ছে। সুষ্ঠু নির্বাচন করে জনগণের আস্থা জয়ের সুযোগ নষ্ট করলো আ'লীগ।



















যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com