এসবিএন ডেস্ক : বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর নয়াপল্টনস্থ বিএনপি
কেন্দ্রীয় কার্যালয় খুললেও সেখানে আসা-যাওয়ার ক্ষেত্রে নেতাকর্মীদের মধ্যে এক
ধরনের আতঙ্ক বিরাজ করছে। কেননা তিনদিন আগে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় খুললেও এ
কয়েকদিনে প্রায় ১৩ জনের অধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’ মঙ্গলবার বিকেলে এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ‘নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে পল্টন থানায়
যোগাযোগ করা হলে পুলিশ কিছু জানে না মর্মে বলা হয়। অথচ রাজধানীর বিভিন্ন থানায়
গ্রেপ্তারকৃতদের সন্ধান মিলছে। কার্যালয়টি খুলে দেয়ার পর সরকারের কাছে বিএনপি আশা
করে নেতাকর্মীদেরকে গ্রেপ্তারসহ হয়রানি বন্ধ এবং বিএনপির সদর দপ্তরকে নির্বিঘ্নে
দাপ্তরিক কাজকর্ম সুষ্ঠু ও স্বাভাবিক গতিতে চালানোর ক্ষেত্রে নিরাপদ ও বিপদমুক্ত
রাখবে। বিএনপি এও আশা করে সরকার এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে।’ বরকত উল্লাহ বুলু বিবৃতিতে বলেন, ‘সরকার
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলোর নেতাকর্মীদের
নির্বাচনী প্রচার-প্রচারণায় অবাধ সুযোগ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে
গ্রেপ্তারি আতঙ্ক থেকে মুক্ত রাখতে সচেষ্ট হবে। এছাড়া সম্প্রতি গ্রেপ্তারকৃত
নেতাকর্মীকে মুক্তি দিয়ে রাজনৈতিক অঙ্গনে বিরাজমান অস্থিতিশীল পরিবেশকে শান্ত করতে
যথাযথ উদ্যোগ গ্রহণ করা হবে।’