Latest News

সরকার উৎখাতের ভাগ্য হলো না বিএনপির

এসবিএন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘তিনি নাকি সরকার উৎখাত না করে ঘরে ফিরবেন না। কিন্তু সে ভাগ্য তার হলো না। মঙ্গলবার বিকেলে গণভবনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তিনি (খালেদা) ভেবেছিলেন সরকার উৎখাত করে ফুলের মালা গলায় দিয়ে ঘরে ফিরবেন। কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তাকে কোর্টে হাজির হতে হয়েছে। তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া নিজেকে ৯২ দিন বন্দি রাখার পর অবশেষে গুহা থেকে বের হয়ে বাসায় ফিরলেন। কিন্তু সরকার উৎখাতের ভাগ্য তার হলো না।
শেখ হাসিনা বলেন, ‘সরকার উৎখাতের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অভিনব কৌশল নিয়ে কার্যালয়ে নিজেকে ৯২ দিন বন্দি করে রেখেছিলেন। কিন্তু কিছু করতে না পেরে অবশেষে তিনি বাসায় ফিরলেন। তিনি বলেন, ‘তিনি বিজয়ী বেশে ফিরতে চেয়েছিলেন। কিন্তু তাকে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরতে হয়েছে। আর বিজয় হয়েছে দেশের জনগণের।

প্রধানমন্ত্রী বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিন হরতাল-অবরোধের বিরুদ্ধে জনগণের পাশে থেকে অক্লান্ত পরিশ্রম কারায় ধন্যবাদ জানাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের বিকেলে গণভবনে ডাকেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com