Latest News

খণ্ডকথা ৮: সাম্যের গান এবং মমতা আর ক্ষমতা

 আজিম খান চৌধুরী :
সাম্যের গান 
সাম্প্রদায়িকতা ভুলে, নিজের ধর্ম কর্মে নিজে মন দেই তাতেই মঙ্গল ৷ বাঙালির নতুন বছরে সবাই এই মন ভাবটা জেগে উঠুক ৷ গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান্‌ ।নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি,সব দেশে সব কালে ঘরে-ঘরে তিনি মানুষের জ্ঞাতি।হিন্দু মসলমান ভাই ভাই ৷ সম্পর্কটা রক্তের ৷ তারা এই দেশের একই আলো বাতাসে তাদের জীবন ৷ এক সময় শুধু ভাবতাম আমার দেশের মানুষ সংখ্যা লঘুদের নির্যাতন করে ৷ তাদের সামনে সাম্যের গান গাইতাম ৷ ভারতেও শুনতাম সংখ্যা লঘু নির্যাতন খুব বেশি হয়, কিন্তু দেখতাম না ৷ অবশেষে ফেইসবুকের কল্যাণে এসব দেখা গেল ৷ যারা এসব করে বা করাচ্ছে নিজেদের স্বার্থে, খারাপ উদ্দেশ্যে করছে ৷ ভারতীয় উপমহাদেশের মুসলমান বলি আর হিন্দু বলি; সবাই ভারতের আদি বাসিন্দা ৷ আদি কাল থেকেই হিন্দু মুসলমান একসঙ্গে বসবাস করে আসছে। কিন্তু এই শান্তিও অনেকের ভালো লাগেনা ৷ ভারতে চলছে জোর করে মুসলমান থেকে হিন্দু ধর্মান্তরিত করার কাজ কারবার ৷ গরু জবাই নিষিদ্ধ করছে ৷ যদিও আমার বাড়িতে আমার ধর্ম পালন করব, তা অন্যের খারাপ লাগার কথা ছিলনা ৷ এখন শুনছি ভারতে মুসলমানদের ভোটাধিকার কেড়ে নেয়ার চক্রান্ত চলছে ৷ আমরা চাই এসব বন্ধ হউক ৷ শুধু হিন্ধু মুসলিম না, সব মানুষ যেন মানুষকে সম্মান করতে শিখে ৷ ইসলাম অন্যের হক বা অধিকার নস্ট করার অধিকার কাউকে দেয়না ৷ জোর করে কাউকে ধর্মান্তরিত করা ইসলামে সম্পূর্ণ নিষেধ বা হারাম ৷ যুগে যুগে মানুষ ইসলামের সত্যতা সৌন্দর্য দেখেই মুগ্ধ হয়ে মুসলমান হয়েছে ৷ এখন যদি একজন অমুসলিম একজন মুসলমানকে দেখে সৌন্দর্য খুঁজে না পায়, সেই দোষ ইসলামের না। দোষ হবে মুসলমানের অথবা যে দেখে তার ৷ আমার দেশের সাম্য যেন চিরকাল টিকে থাকে ৷ সুতরাং যেখানেই নির্যাতন অন্যায় দেখবেন প্রতিবাদ করুন, খবর ছড়িয়ে দিন ৷ প্রশাসন যেন ব্যাপার গুলো দেখতে পায় ৷

মমতা আর ক্ষমতা
মমতা হাসেন আর কহেন এত পানি তোদের, তার পরেও পানি পানি কেন করিস বাপু, কিছুই বুঝি না ৷ জবাবে আমাদের ক্ষমতা কহেন পানি কই দেখলেন দিদি, নদী শুকায়ে খাল আর খাল শুকায়ে নালা- বেশ বন্ধ করছেন, আরেকটু করেন- নর্দমা শুকালে বেঁচে যেতাম দিদি, থাকতনা মশার জ্বালা ৷ মমতা পত্রিকা খুঁজতে খুঁজতে বললেন, 'তাহলেতো তোকে দেখাতেই হয় কেন বলি তোদের এত জল ৷ পত্রিকা ছবি সহকারে দেখিয়ে বললেন 'দেখ আজ দুইশত যাত্রী নিয়ে লঞ্চ ডুবিল পদ্মায় ৷ বলি তোদের এত পানি দেই তা না হলে লঞ্চ ডুবে কেন ? এজন্যই বলি বন্দরের নাম পাল্টিয়ে, গান গেয়ে, পতাকা বানিয়ে, এত এত উপদেষ্টা রেখে পয়সা অপচয় না করে আগে গরিবের লঞ্চ গুলি ঠিক কর। তারপর পানি পানি কর ৷' ক্ষমতা কহিলেন 'বুঝিলাম দিদি আপনারা আমাদের মঙ্গলের জন্যই পানি বন্ধ করিয়াছেন, ইশ্বর আপনাদের মঙ্গল করুন ৷'

১৫ এপ্রিল, ২০১৫
লন্ডন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com