জহুরুল ইসলাম মিলন, সুইজারল্যান্ড : বাংলাদেশ ও সারা বিশ্বের বাংলাদেশীদের মতো সুইজারল্যান্ডের লুজান শহরের প্রবাসী বাংলাদেশীরাও বাংলা নববর্ষকে এক উৎসব আনন্দের মধ্য দিয়ে বরণ করছে। বর্ষ বরণ উপলক্ষে আগামী ১৯ এপ্রিল ২০১৫, রবিবার দুপর ১টায় স্থানীয় Auditorium de L'eglise de Seveline. Ch. de Tivoli 74, 1007 Lausanne এ দেশীয় নানা রকম খাবার , পান্তা-ইলিশ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এর পাশাপাশি আবৃত্তি, নৃত্যের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিস্তারিত তথ্য ও যোগাযোগ: সাঙ্গিতা সরকার ০৭৮ ৭৩৭ ৫৬ ৭৪ ও শিউলী সাহা ০৭৬ ৭৫১ ৭২ ০২
বিস্তারিত তথ্য ও যোগাযোগ: সাঙ্গিতা সরকার ০৭৮ ৭৩৭ ৫৬ ৭৪ ও শিউলী সাহা ০৭৬ ৭৫১ ৭২ ০২