Latest News

স্পেন বিএনপি'র বিক্ষোভ সমাবেশ: আ'লীগ সরকারের মন্ত্রী এমপি স্পেনে অবাঞ্জিত ঘোষণা

সেলিম আলম, মাদ্রিদ:  খালেদা জিয়ার উপর সন্ত্রাসী হামলায় জড়িত আওয়ামী সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হলে এ সরকারের কোন মন্ত্রী বা এমপি কে স্পেনে অবাঞ্জিত করার ঘোষণা দিয়েছে স্পেন বিএনপি। বিএনপি'র চেয়ারপার্সন  ও বিশ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে স্পেন বিএনপি'র নেতৃবৃন্দ এ ঘোষণা দেন। গত ২১ এপ্রিল মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন স্পেন বিএনপি'র সভাপতি খোরশেদ আলম মজুমদার। সংগঠনটির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কি ও ডাঃ দুলাল আহমদের পরিচালনায় ঢাকায় মেয়র পদে বিএনপি দলীয় মনোনীত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারনার সময় বেগম জিয়া ও তার গাড়ী বহরে বিগত দিন গুলোতে বেশ কয়েক বার চালানো হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করে বক্তব্য রাখেন  কাজী কাসেম, আবু বক্কর, মোখলেচুর রহমান দিদার, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন লুৎফুর, ছানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগ্যান প্রমুখ। বক্তারা বলেন, আপোষহীন নেত্রী, তিন বারের প্রধান মন্ত্রী, গনতন্ত্রের মানস কন্যা বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্যেশে বাকশালী সরকার তাদের সন্ত্রাসী বাহিনী দিয়ে বার বার  আক্রমন করাচ্ছে। তারা এ সময় বাংলাদেশে অনুষ্টিতব্য সিটি কর্পোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করে ব্যালেটের মাধ্যমে বুলেটের জবাব দেয়ার জন্য দেশবাসীর কাছে আহবান জানিয়ে আরো বলেন, মীর জাফর সুন্দর একটি নাম ছিল; কিন্তু এই নামের ব্যক্তিটির ব্যবহার এমন ছিল যে বাঙলার অভিধানে এটা বর্তমানে গালি হিসেবে স্থান পেয়েছে। ঠিক তেমনি অদূর ভবিষ্যতে আওয়ামীলীগ একটি গালি হিসাবে বাঙলার অভিধানে স্থান পাবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com