এসবিএন ডেস্ক: কুলাউড়ার তিন সাহিত্যকর্মী শহীদুল ইসলাম তনয়, সাহাদুল সুহেদ ও কামরুল হাসান রচিত কাব্যগ্রন্থ 'অনুকাব্য' এর মোড়ক উন্মোচন করা হয়েছে। গত ১৫ মে শুক্রবার দুপুর ৩টায় কুলাউড়ায় লিটল স্টার একাডেমিতে মোড়ক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জিয়নকাঠি সাহিত্য সংসদের সভাপতি কবি ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও তরুণ সংগঠক তোফায়েল আহমদ ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন 'অনুকাব্য' গ্রন্থের শহীদুল ইসলাম তনয় ও কামরুল হাসান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাইজিং স্টার ক্লাবের পরিচালনা পর্ষদের সভাপতি জাহাঙ্গীর আলম সিদ্দেকী, জুড়ী টিএন খানম ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, হাছনা মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এএফএম ফৌজি চৌধুরী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জাকারিয়া মিন্টু, কুলাউড়া বন্ধুসভার সাবেক সভাপতি ডা. হেমন্ত চন্দ্র পাল, তরুণ সংগঠক শরীফ আহমদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের অ্যাকটিভ ফ্লোর মেম্বার আয়েশা আক্তার, সৃসাস সভাপতি একেএম জাবের, ঠিকানা পাঠক ফোরামের রবিরবাজার শাখার সভাপতি সামছুল আজাদ সামছুদ্দিন প্রমুখ। বক্তারা 'অনুকাব্য' এর সাফল্য কামনা করেন এবং সাহিত্যাঙ্গনকে সমৃদ্ধ করতে 'অনুকাব্য' ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। অতিথিরা পরে 'অনুকাব্য' এর মোড়ক উন্মোচন করেন। উল্লেখ্য, 'অনুকাব্য' একটি বাংলা কাগজ প্রকাশনা।