এসবিএন : স্পেনের বার্সেলোনায় আগামী ১৩ জুন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। মেলা আয়োজক
সংগঠন আসোসিয়াসিয়ন কুলতুরাল উমানিতারিয়া দে বাংলাদেশ এর একটি মতবিনিময় সভায় এ
ঘোষণা দেয়া হয়।৪ মে বার্সেলোনার স্থানীয় একটি রেষ্টুরেন্টে স্পেনে প্রবাসী
বাংলাদেশীদের সবচেয়ে বড় অনুষ্ঠান বৈশাখী মেলা সফল করার লক্ষ্যে স্থানীয় কমিউনিটি
সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করে মেলা আয়োজক সংগঠন আসোসিয়াসিয়ন
কুলতুরাল ই
উমানিতারিয়া দে বাংলাদেশ। সংগঠনের সভাপতি মাহিরুল ইসলাম
মিন্টুর সভাপতিত্বে ও শফিক খাঁন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায়
উপস্থিত নেতৃবৃন্দ বাঙালীর প্রাণের উৎসব বৈশাখী মেলাকে প্রবাসেও জিঁইয়ে রাখার
গুরুত্ব আরোপ করে বলেন,
বাঙালীয়ানা ঐতিহ্য, সংস্কৃতি নবপ্রজন্মকে পরিচয় করার
দায়িত্ব সকলের। আগামী ১৩ জুন, শনিবার বার্সেলোনার মাকবা চত্বরে দিনব্যাপী এ বৈশাখী মেলা
অনুষ্ঠিত হবে বলে জানান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক উত্তম কুমার। মেলা সফল করতে
সকলের সহযোগিতাও প্রত্যাশা করেন তিনি। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন,নবিনুল
হক,আউয়াল ইসলাম,শাহ আলম স্বাধীন,তৌফিকুজ্জামান সহজ,মোঃ কামরুল,মেজবাহ
চৌধুরী,মোনায়েম চৌধুরী,হারুন রশিদ প্রমুখ ।