আহ্বায়ক : রিয়াজ উদ্দিন লুৎফুর |
অনুষ্টিত এ জরুরি সভায় স্থগিত হওয়া স্পেন স্বেচ্ছাসেবক দলের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
স্পেন স্বেচ্ছাসেবক দলের অাহ্বায়ক কমিটি:
সদস্য সচিব : রাবিউল ইসলাম রফিক |
সদস্য বৃন্দ : ১. সারোয়ার হুসেন ভুইয়া, ২. মহসীন আহমেদ, ৩. লুতফুর রহমান, ৪. হাদী হাসান, ৫. সাইদুল হক টিপু, ৬. আমিন চৌধুরী, ৭. অমর মিয়া, ৮. শামিম মিয়া, ৯. সাইদ মিয়া, ১০. হেফজুর রহমান, ১১. বাবুল আহমেদ আপন, ১২. নুরুল করিম আরিফ, ১৩. জাকির হুসেন চোধুরী, ১৪. আকাশ ফাহমিদ, ১৫. কবির আহমেদ।