Latest News

চলে গেলেন ভাস্কর্যশিল্পী নভেরা আহমেদ

লুৎফুর রহমান বাবু,ফ্রান্স : বাংলাদেশের ভাস্কর্যশিল্পের অন্যতম অগ্রদূত নভেরা আহমেদ আর নেই। (ইন্নালিল্লাহি.......রাজেউন।)গতকাল মংলবার প্যারিসের একটি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ফ্রান্সের বাংলাদেশ দুতাবাস সুত্রে জানা যায়-তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামী ১১মে সোমবার তার জানাযা হওয়ার কথা এমন তথ্য জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহিদুল ইসলাম। শিল্পী নভেরা আহমেদ অত্যন্ত নিভ্রতচারী ছিলেন। প্যারিসে শিল্পী শাহাব উদ্দিন ও তার সহধর্মিনী ছাড়া অন্য কারোসাথে খুব একটা যোগাযোগ ছিল না তার। তার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত হয়েছেন এই দম্পতি। এই প্রতিবেদকের সাথে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত কন্ঠে তারা বলেন- নভেরা আহমেদ সম্পুর্ন নির্ভেজাল এবং কাজ পাগল একজন মানুষ ছিলেন।গত ১৭ দিন নানা রোগে ভোগ ছিলেন তিনি। শিল্পী শাহাব উদ্দিনের সহধর্মিনী তাকে কয়েক দফা হাসপাতালে দেখতে যান বলেও তিনি জানিয়েছেন। ১৯৭৩ সালের জুলাই মাসে ও ২০১৪ সালের ১৭ জানুয়ারি প্যারিসে তার শিল্পকর্মের প্রদর্শনী হয়। একটি সুত্রে জানা যায়,১৯৬১ সালে লাহোরে অনুষ্ঠিত ন্যাশনাল এক্সিবিশন অব পেইন্টিং স্কাল্পচার অ্যান্ড গ্রাফিক আর্টস নামে এটি প্রদর্শনীতে তার ছটি ভাস্কর্য স্থান পেয়েছিল। প্রদর্শনীতে চাইল্ড ফিলোসফারনামে তার একটি ভাস্কর্য বেস্ট স্কাল্পচারপুরস্কার পায়। ১৯৩০ সালে পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মগ্রহণ করেন ভাস্কর্যশিল্পী নভেরা আহমেদ। ১৯৪৭ সালে তিনি বাংলাদেশে আসেন। খ্যাতনামা ভাস্কর নভেরার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক জানিয়েছেন। এদিকে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহিদুল ইসলাম,শিল্পী শাহাব উদ্দিন তার সহধর্মিনী,ফ্রান্স বাংলাদেশ আওয়ামীলীগ,বংগবন্ধু পরিষদসহ বিভিন্ন সামাজিক ও , সাংস্কৃতিক সংগঠন নভেরা আহমদের মৃত্যুএ গভীর শোক প্রকাশ করেছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com