Latest News

বিএনপি নেতা কর্মীদের যোগাযোগ মাধ্যম 'ভাইবার'

এসবিএন ডেস্ক: নেতা কর্মীদের ব্যক্তিগত কথোপকথন, দলীয় কৌশল ফাঁস, নিজের অবস্থান ধারণা দেয়ার মাধ্যমে গ্রেফতার হওয়াসহ নানা কারণে বিএনপি নেতারা নিজেদের মধ্যে এখন টেলিফোন/মোবাইল ফোনে আলাপ করা থেকে বিরত থাকছেন। তারা ঘনিষ্ঠ নেতা-কর্মীদের সঙ্গে ভাইবারেই কথা বলতে বেশি স্বাচ্ছন্দ করছেন। দলের কয়েকজন শীর্ষ নেতা এসব কথা জানান। যদিও নাগরিক ঐক্যের আহ্বায়ক কারাবন্দি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে আমেরিকায় অবস্থান করা বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার সঙ্গে ভাইবারে কথোপকথন ফাঁস হওয়ার পর নেতাদের অনেকের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। তখন কিছুদিন কেউ কেউ ভাইবার ব্যবহার করা থেকে বিরত থাকেন। পরে আবার ভাইবার ব্যবহার শুরু হয়। দলের নেতা-কর্মীদের ভাইবার ব্যবহারের কারণ সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ জানান, ইতোমধ্যে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতাসহ মধ্যমসারির কিছু নেতার ব্যক্তিগত কথোপকথন ফাঁস হয়ে যাওয়ায় যেমন তারা বিব্রত, তেমনি দলও বেকায়দায় পড়েছিল। এ কারণে নেতারা সতর্কতার অংশ হিসেবে ভাইবারে কথা বলেন। তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। ভাইবারে কথা বলা প্রসঙ্গে যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নেতা-কর্মীদের নামে একাধিক মামলা থাকায় তারা আত্মগোপনে থাকছেন। আত্মগোপনে থেকে ভাইবারে নিজেদের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। জানা গেছে, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লা বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকু, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার, বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, অঙ্গ সংগঠনগুলোর মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব, যুবদল নেতা এসএম জাহাঙ্গীর, মামুন হাসান, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ নেতারা ভাইবারে কথা বলে থাকেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com