এসবিএন ডেস্ক: নিজের বয়সের তুলনায় ছোটো নায়কদের সঙ্গে ধারাবাহিকভাবে অভিনয় করবেন ক্যাটরিনা কাইফ। একপ্রকার সিদ্ধান্তই নিয়েছেন এমনটি।
অল্প দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে জগ্গা জাসুস ছবি। এতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন ক্যাট। রণবীর তার প্রেমিক হলেও বয়সে এক বছরের ছোটো!
এছাড়া কিছুদিনের মধ্যেই রণবীর সিং-এর সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন ক্যাট। রণবীর সিং বয়সে ক্যাটরিনার চেয়ে বেশ কয়েক বছরের ছোটো। তালিকায় আরও আছেন আদিত্য রায় কাপুর।
আশিকি ২-খ্যাত আদিত্যর সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গেছে ক্যাটকে। তবে ছোটো বিজ্ঞাপনেই তা সীমাবদ্ধ থাকছে না। খুব দ্রুত বয়সে দুবছরের ছোটো আদিত্যর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাবে বড়ো পর্দায়। ছবির নাম ফিতুর।
এসব ছবির কাজগুলোর পরেই ক্যাটরিনার হাতে রয়েছে ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি প্রযোজিত একটি ছবির। সে ছবিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ বয়সে ক্যাটরিনার চেয়ে এক বছরের ছোটো!
অল্প দিনের মধ্যেই মুক্তি পাচ্ছে জগ্গা জাসুস ছবি। এতে রণবীর কাপুরের সঙ্গে অভিনয় করছেন ক্যাট। রণবীর তার প্রেমিক হলেও বয়সে এক বছরের ছোটো!
এছাড়া কিছুদিনের মধ্যেই রণবীর সিং-এর সঙ্গে একটি ছবিতে কাজ করতে চলেছেন ক্যাট। রণবীর সিং বয়সে ক্যাটরিনার চেয়ে বেশ কয়েক বছরের ছোটো। তালিকায় আরও আছেন আদিত্য রায় কাপুর।
আশিকি ২-খ্যাত আদিত্যর সঙ্গে সম্প্রতি একটি বিজ্ঞাপনে দেখা গেছে ক্যাটকে। তবে ছোটো বিজ্ঞাপনেই তা সীমাবদ্ধ থাকছে না। খুব দ্রুত বয়সে দুবছরের ছোটো আদিত্যর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যাবে বড়ো পর্দায়। ছবির নাম ফিতুর।
এসব ছবির কাজগুলোর পরেই ক্যাটরিনার হাতে রয়েছে ফারহান আখতার এবং রীতেশ সিদওয়ানি প্রযোজিত একটি ছবির। সে ছবিতে ক্যাটরিনার সঙ্গে কাজ করবেন সিদ্ধার্থ মালহোত্রা। সিদ্ধার্থ বয়সে ক্যাটরিনার চেয়ে এক বছরের ছোটো!