Latest News

জনগণের ট্যাক্সের টাকায় তামাশার নির্বাচন করেছে সরকার- বার্সেলোনা বিএনপি

এসবিএন : তিন সিটি কর্পোনেশনের নির্বাচনকে প্রহসনের নির্বাচন আখ্যায়িত করে প্রতিবাদ সভা করেছে বার্সেলোনা বিএনপি। গত ২৮ এপ্রিল স্থানীয় একটি হলে বার্সেলোনা বিএনপি'র সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও হারুনুর রশিদ এর পরিচালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা জনগণের ট্যাক্সের টাকায় তামাশার নির্বাচন করায় সরকারের সমালোচনা করে আরো বলেন, 'লীগের অধীনে যে সুষ্টু নির্বাচন সম্ভব নয়, তা আবারো প্রমাণিত হলো। বক্তারা আ'লীগ সরকারকে অবৈধ আখ্যায়িত করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে পদত্যাগ করার জন্য আ'লীগ সরকারের প্রতি আহ্বান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা মোক্তার আহমেদ,মোঃ মনোয়ার পাশা,শাহজাহান,,আর লিটু,লায়েবুর রহমান,শাহেন তালুকদার,রফিক আহমেদ ইমরুল,টুনু,আক্তার হোসেন,জুনায়েদ,মাসুম প্রমুখ। নির্বাচনী প্রচারণায় বেগম খালেদা জিয়ার উপর আ'লীগের হামলারও নিন্দা জানান বক্তারা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com