Latest News

কিঞ্চিৎ বাড়বে বাংলাদেশর মানচিত্র

এসবিএন ডেস্ক: ৪১ বছর পর বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য ভারতের সংসদে বিল পাস হল। দীর্ঘ প্রতীক্ষিত এ স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ভারতের চার রাজ্য আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের সঙ্গে সীমানারেখা পরিবর্তিত হয়ে বাংলাদেশের বর্তমান মানচিত্র খানিক বদলে যাবে। এ চুক্তির ফলে ভারতের মধ্যে থাকা ছিটমহলগুলো ভারতের সঙ্গে যুক্ত হবে আর বাংলাদেশের মধ্যে থাকা ছিটমহলগুলো যুক্ত হবে বাংলাদেশের সঙ্গে। ১৯৭৪ সালের বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি ও ২০১১ সালে ওই চুক্তির প্রটোকলেই স্পষ্টভাবে বলা আছে, দুই দেশের কোনো সীমানা কীভাবে নির্ধারিত হবে। এই চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যা, অপদখলীয় ভূমি ও অচিহ্নিত সীমানা সমস্যারও স্থায়ী সমাধান হবে। ২০১১ সালের ৬ সেপ্টেম্বর ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তির প্রটোকল স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের মধ্যে ছিটমহল বিনিময়সহ সীমান্তের বেশ কয়েকটি অংশে পরিবর্তনের কথা বলা হয়েছে। গত ৬ মে বুধবার ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় স্থলসীমান্ত বিলটি পাস হয়। পরবর্তীতে লোকসভায়ও তা পাস করা হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ভারতের সংবিধানের সংশোধনের বিলটি লোকসভায় উত্থাপন করেন। বিলটি ভারতীয় সংসদের দুই কক্ষেই পাস হওয়ায় এখন স্থলসীমান্ত চুক্তি এবং এর প্রটোকল ভারতের মন্ত্রিসভায় অনুসমর্থন হবে। বাংলাদেশের প্রাপ্য ছিটমহল বেশি হওয়ায় নতুন মানচিত্রে দেশের আয়তন কিছুটা বাড়বে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com