Latest News

জরিপের ফলাফল মিথ্যা: যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় কনজারভেটিভ পার্টি

এসবিএন ডেস্ক : জনমত জরিপের ফলাফল মিথ্যা প্রমাণিত করে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আরও পাঁচ বছর যুক্তরাজ্যের শাসন ক্ষমতায় থাকছে ডানপন্থী কনজারভেটিভ পার্টি। ব্যয় সঙ্কোচনসহ অর্থনীতিকে সবল করার নীতির প্রতি জনগণের অকুণ্ঠ সমর্থন পেলেন দলটির প্রধান ডেভিড ক্যামেরন। পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে সব আসনের যে ফলাফল পাওয়া গেছে তাতে কনজারভেটিভ পার্টি ৩৩১টিতে জয় পেয়েছে। ৭ মে বৃহস্পতিবার সম্পন্ন হওয়া সাধারণ নির্বাচনে বিরোধী দলে থাকা লেবার পার্টি পেয়েছে ২৩২ আসন। স্কটল্যান্ড থেকে লেবার পার্টিকে একপ্রকার নির্মূলই করে দিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) । দলটি ৫৬টি আসনে জয় পায়। এ ছাড়া লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি ৮টি, ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি ৮টি, ইউকে ইনডিপেন্ডেন্স পার্টি ১টি, গ্রিন পার্টি ১টি এবং ১৩টি আসনে অন্যান্য দল জিতেছে। জয়লাভের পর এক বিবৃতিতে ডেভিড ক্যামেরন যেকোনো মূল্যে দেশের অখণ্ডতা বজায় রাখার অঙ্গীকার করেন। দলের হতাশাজনক ফলাফলের পর লেবার নেতা এড মিলিব্যান্ড এবং লিব-ডেমসের প্রধান নিক ক্লেগ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী নিরঙ্কুশ জয়ের জন্য ৩২৬ আসন দরকার হলেও পার্লামেন্টে আয়ারল্যান্ডের সিন ফিনের চারটি আসন এবং স্পিকারের ভোট থাকে না বলে সংখ্যাগরিষ্ঠতার জন্য কার্যত ৩২৩ আসনই যথেষ্ট। ভোটের আগে যে প্রতিশ্রুতি ক্যামেরন দিয়েছিলেন, টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্বে এসে তা পূরণ করলে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার প্রশ্নে ২০১৭ সালে গণভোটের মুখোমুখি হতে হবে যুক্তরাজ্যকে। স্কটিশ ন্যাশনাল পার্টি ওয়েস্টমিনস্টারে তৃতীয় বৃহৎ দল হিসেবে আবির্ভূত হওয়ায় ক্যামেরনের নতুন পাঁচ বছরের মেয়াদে স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটের দাবিও নতুন করে উসকে উঠতে পারে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় চমক দেখিয়েছে এই দলটি। নির্বাচনে কনজারভেটিভ ও লেবার দলের মধ্যে হাড্ডাহাড্ডি লডাইয়ের আভাস দেওয়া হয়েছিল। কিন্তু ফলাফলে দেখা যায় ভিন্নচিত্র। কনজারভেটিভ পার্টির একচেটিয়া আধিপত্য।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com