Latest News

জিয়ার মৃত্যুবার্ষিকীতে স্পেন বিএনপি'র আলোচনা সভা ও দোয়া মাহফিল

সেলিম আলম,  মাদ্রিদ :   আলোচনা সভা ও বিশেষ দোয়ার মাধ্যমে বিএনপি'র প্রতিষ্টাতা জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী পালন করেছে স্পেন বিএনপি। এ উপলক্ষে গত ৩১ মে মাদ্রিদের স্থানীয় এক রেস্টুরেন্টে সঙ্ঘটনের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আব্দুল কাইয়ূম পঙ্কির পরিচালনায় অনুষ্টিত  সভায়  জিয়াউর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন ডাঃ দুলাল, শরিফ মনির  মোখলেছুর রহমান, মোর্শেদ আলম,আবু বক্কর, রমিজ উদ্দিন, আকবর শেট, সুহেল ভুইয়া, কাজী জসিম, আহমেদ বুলবুল প্রমূখ । বক্তারা  জিয়াউর রহমানকে  বহুদলীয় গনতন্ত্রের প্রবর্তক হিসেবে আখ্যায়িত করে আরো বলেন, জিয়া দেশ প্রেমিক এক জন সফল রাষ্ট্র নায়ক ছিলেন। তার উন্নয়ন বাংলার আকাশ, বাতাস আর মাটির সাথে মিশে থাকবে চির দিন। দেশের জনগন শ্রদ্ধার সাথে স্মরন করবে চিরকাল। আলোচনাসভা শেষে জিয়ার রূহের মাগফেরাত ও তার পরিবারের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com