Latest News

প্যারিস বাংলা প্রেসক্লাবের সাথে বাংলাটিভির এমডির মতবিনিময়

এনায়েত হোসেন সোহেল, প্যারিস: বাংলা টিভির এমডি সাজ্জাদুর আজিজ মালিক ফ্রান্স সফরকালে প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাথে মতবিনিময় করেছেন।প্যারিসের একটি পাঁচতারকা হোটেলের বলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।এ সময় তিনি প্রবাসে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিদেশে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে প্যারিস বাংলা প্রেসক্লাব এর সকল সদস্য অগ্রনী ভুমিকা রাখবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। এ সংগঠনের যে কোন ইতিবাচক কাজে বাংলাটিভি সবসময় সহযোগী হিসাবে কাজ করবে বলেও তিনি আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি আবু তাহির বলেন, এক ঝাঁক তরুন সাংবাদিক নিয়ে এ সংগঠনের যাত্রা শুরু। তরুনরাই পারে বদলে দিতে একটি সমাজ,একটি রাষ্ট্রকে। বিশ্ব দরবারে ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটিকে তু্লে ধরাই হবে আমাদের কাজ।

সাধারণ সম্পাদক এনায়েত হোসেন সোহেল বলেন, সৃষ্টিশীলতাই বিশ্বাস করি। আর তাই এ সংগঠন থেকে কমিউনিটির উন্নয়নে সবধরনের চেষ্ঠা করা হবে।

এ মতবিনিময় অনুষ্ঠানে প্যারিস বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, প্রচার সম্পাদক নয়ন মামুন,সদস্য জুনেদ ফারহান ছাড়াও ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব ও আয়েবার বিজনেস এফেয়ার্স হেনু মিয়া উপস্থিত ছিলেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com