এসবিএন ডেস্ক: গত ৪ জুন থেকে পূর্বের তুলনায় সার্কভূক্ত দেশে ২০০ টাকা এবং অন্য সকল দেশের ক্ষেত্রে ৫০০ টাকা ট্রাভেল ট্যাক্স বেড়েছে। যারা এ তারিখের আগে টিকেট কিনেছেন, রিটার্ণ টিকেট নিয়ে বাংলাদেশে গেছেন এবং এ তারিখের পরে ফিরতি যাত্রা করবেন, তাদেরকে অবশ্যই বাড়তি এই ২০০/৫০০ টাকা চেক-ইন কাউন্টারে ক্যাশ পরিশোধ করতে হবে। ফিরতি যাত্রায় অনেকের কাছে বাংলাদেশী টাকা থাকে না। তাই ফ্লাইট মিস করার ঝামেলা থেকে মুক্ত হতে বিশেষ সতর্কতা থাকা প্রয়োজন। তবে যারা ৪ জুনের পর টিকেট ক্রয় করেছেন, তাদের টিকেটের সাথে এই বেড়ে যাওয়া ট্যাক্স সংযুক্ত থাকায় তাদেরকে চেক-ইন কাউন্টারে কোন ক্যাশ পরিশোধ করতে হবে না। সূত্র : Magistrates, All Airports of Bangladesh
সাধারণত ট্রাভেল ট্যাক্স সংযুক্ত করে টিকেটের মুল্য নির্ধারণ করা হয়। ৪ জুনের আগে যারা রিটার্ণ টিকেট ক্রয় করে বাংলাদেশে গেছেন, তাদের টিকেটের সাথে পূর্বের হিসেবে ট্যাক্স নেয়া হয়েছিল। তাই বেড়ে যাওয়া বাড়তি ট্যাক্স ক্যাশ ২০০/৫০০ টাকা ফিরতি যাত্রার আগে এয়ারপোর্টে চেক-ইন কাউন্টারে জমা দিতে হবে।
গত অর্থ-বছরে এমনো শোনা গেছে যে, মাত্র ৫০০ টাকার জন্য অনেকের ফ্লাইটও মিস হয়েছে।
সাধারণত ট্রাভেল ট্যাক্স সংযুক্ত করে টিকেটের মুল্য নির্ধারণ করা হয়। ৪ জুনের আগে যারা রিটার্ণ টিকেট ক্রয় করে বাংলাদেশে গেছেন, তাদের টিকেটের সাথে পূর্বের হিসেবে ট্যাক্স নেয়া হয়েছিল। তাই বেড়ে যাওয়া বাড়তি ট্যাক্স ক্যাশ ২০০/৫০০ টাকা ফিরতি যাত্রার আগে এয়ারপোর্টে চেক-ইন কাউন্টারে জমা দিতে হবে।
গত অর্থ-বছরে এমনো শোনা গেছে যে, মাত্র ৫০০ টাকার জন্য অনেকের ফ্লাইটও মিস হয়েছে।