Latest News

স্টাসবুর্গে আইনমন্ত্রী আনিসুল হক এর মতবিনিময়

আবু তাহির, প্যারিস: প্রবাসীদের সকল সমস্যা সমাধানে বর্তমান সরকার যথেষ্ঠ উদার উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, প্রবাসীরাই বর্তমান ডিজিটাল বাংলাদেশ গড়তে অগ্রণী ভুমিকা পালন করছেন। এসময় তিনি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামকে ফ্রান্স প্রবাসীদের স্বার্থ রক্ষায় সব ধরনের সহায়তা প্রদানের নির্দেশ দেন। তিনি উপস্থিত সকল প্রবাসীদের উদ্দেশ্যে আরো বলেন, ফ্রান্সের আইন এর প্রতি শ্রদ্ধা রেখে নিজস্ব জীবনধারা পরিচালনা ও উন্নয়ন করতে হবে। বাংলাদেশের সম্মান নষ্ট হয়, এমন কিছু করা থেকে বিরত থাকার জন্য  তিনি সবাইকে পরামর্শ দেন। স্টাসবুর্গে বাংলাদেশ কমিউনিটির উন্নয়নে নিরলস কাজ করার জন্য আইনমন্ত্রী আনিসুল হক এসময় স্টার্সবুর্গ বাংলাদেশ কমিউনিটি নেতা জাকির হোসেইন  ভুঁইয়াকে  সম্মাননা পদক  হিসাবে নৌকা উপহার দেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন স্টার্সবুর্গ ও স্টাসবুর্গ আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেইন  ভুঁইয়ার সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক হাবীব উল্লাহ খান স্বাধীন এর পরিচলানয়া অনুষ্টিত এ মতবিনিময় সভায়  ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, স্টার্সবুর্গ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বুরহান উদ্দীন সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে  নৈশভোজে যোগ দেন আইন মন্ত্রী। এর আগে ১৬ জুন জার্মানের ফ্রাংকফ্রুট থেকে ফ্রান্সের স্টার্সবুর্গে আসলে মন্ত্রীকে স্টার্সবুর্গ আন্তর্জাতিক রেল ষ্টেশনে ফুল দিয়ে শুভেচ্ছা প্রদান করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, স্টাসবুর্গ আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেইন ভুঁইয়া সহ স্টাসবুর্গ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com