Latest News

মে'তে প্রবাসীদের ১৩১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স প্রেরণ

এসবিএন ডেস্ক : সদ্য সমাপ্ত মে মাসে ১৩১ কোটি ৮৯ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স দেশে এসেছে। যা এর আগের মাস তথা এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১২৯ কোটি ৭৫ লাখ ডলার। সে হিসেবে আগের মাসের তুলনায় ২ কোটি ১৪ লাখ ডলার। আর গত অর্থবছরের মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ ছিল ১২১ কোটি ৫৮ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় ১০ কোটি ৩১ লাখ ডলার বা ৪ দশমিক ৪৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-মে সময়ে ১ হাজার ৩৮৭ কোটি ৪৬ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১ হাজার ২৯৪ কোটি ১৭ লাখ ডলার। চলতি অর্থবছরের নয় মাসে রেমিট্যান্স বেড়েছে ৯৩ কোটি ২৯ লাখ ডলার বা ৭ দশমিক ২০ শতাংশ।

বিগত ৩৭ বছরের মধ্যে গত ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয় ঋণাত্মক ধারায় চলে আসে। চলতি অর্থবছরেও রেমিট্যান্স প্রবাহ খুব সামান্য প্রবৃদ্ধি হচ্ছে। এতে এগারো মাসের (জুলাই-মে’১৫) প্রবাসী আয় বেড়েছে মাত্র ৭ দশমিক ২০ শতাংশ। আর একক মাস হিসেবে মে মাসে আগের মাসের তুলনায় এবং গত বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স বেড়েছে।
 মে মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৪১ কোটি ৫৯ লাখ ডলার। আগের মাসে যা ছিল ৪০ কোটি ৬০ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১ কোটি ৬৩ লাখ ডলার, যা আগের মাসে ছিল ১ কোটি ৭০ লাখ ডলার। বেসরকারি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৮৭ কোটি ৫ লাখ ডলার। যা আগের মাসে ছিল ৮৫ কোটি ৮৫ লাখ ডলার। আর বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ কোটি ৬০ লাখ ডলার। যা আগের মাসে ছিল ১ কোটি ৫৮ লাখ ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি অর্থবছরে অক্টোবরে সবচেয়ে কম তথা ১০১ কোটি ডলারের রেমিট্যান্স আসে। এরপর চলতি অর্থবছরের জানুয়ারি থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। এ সময়ও প্রবাসী বাংলাদেশিরা কাঙ্ক্ষিত পরিমাণের রেমিট্যান্স পাঠিয়েছে। তবে গত অর্থবছরে বিগত ৩৭ বছরের মধ্যে রেমিট্যান্স ঋণাত্মক ধারায় নেমে এসেছিল। সে তুলনায় চলতি অর্থবছরে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা বেড়েছে। বিশ্লেষকদের মতে, তিন মাসব্যাপী রাজনৈতিক অস্থিরতার কারণে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের তুলনায় স্থিতাবস্থায় ছিল।
তবে তিন সিটি করপোরেশনের নির্বাচনকে কেন্দ্র করে এপ্রিল ও মে মাসের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পায়। এতে চার বছরের মধ্যে মে মাসে রেমিট্যান্স প্রবাহ সবচেয়ে বেশি।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, চলতি অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আসে জুলাই মাসে। ওই মাসে ১৪৯ কোটি ২৪ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স আসে, যা বাংলাদেশের ইতিহাসে এ যাবত্কালের সর্বোচ্চ।
এক মাসে এত বেশি রেমিট্যান্স এর আগে কখনও আসেনি। এ ছাড়া আগস্টে ১১৭ কোটি ৪৩ লাখ, সেপ্টেম্বরে ১৩৪ কোটি ৪২ লাখ, অক্টোবরে ১০১ কোটি ৮০ লাখ, নভেম্বরে ১১৮ কোটি ২৯ লাখ, ডিসেম্বরে মাসে ১২৭ কোটি ৫০ লাখ, জানুয়ারিতে ১২৪ কোটি ৩২ লাখ, ফেব্রুয়ারিতে ১১৮ কোটি ৯৬ লাখ, মার্চে ১৩৩ কোটি ৮৩ লাখ এবং এপ্রিলে ১২৯ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠান প্রবাসীরা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com