Latest News

নবকণ্ঠ ক্বিরাত প্রতিযোগিতা-২০১৫ এর ২য় বাছাই পর্ব অনুষ্ঠিত

এনায়েত হোসেন সোহেল,প্যারিস : ফ্রান্স থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শিশু-কিশোরদের নিয়ে ইউরোপের জনপ্রিয় নিউজ ম্যাগাজিন নবকণ্ঠ আয়োজিত নবকণ্ঠ ক্বিরাত প্রতিযোগিতা-২০১৫ এর ২য় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। ২০জুন, শনিবার বিকালে মেট্রো হোশে বাঙালি মসজিদে অনুষ্ঠিত হয়। প্যারিসের কমিউনিটি নেতা সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও নাসিম আজাদ এর পরিচালনায় এসময় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক বদরুল ইসলাম, হাফিজ ওয়াহিদুর রহমান, মাওলানা সেলিম উদ্দীন। এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা মিজান চৌধুরী মিন্টু, শামীম মোল্লা, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এনায়েত হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু, মিনহাজ উদ্দীন, লুৎফুর রহমান প্রমুখ। এসময় বাছাই পর্ব শেষে পুরষ্কার বিতরন করা হয় ও ফাইনাল পর্বের জন্য পাস কার্ড বিতরন করা হয়। ৪০ জন প্রতি্যোগির অংশগ্রহনে এ প্রতি্যোগিতার ফাইনাল পর্ব ১১ জুলাই অনুষ্ঠিত হবে। এসময় মোনাজাত পরিচালনা করেন ওভারভিলা বাংলাদেশী মসজিদের খতিব মাওলানা শহিদুল হক।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com