Latest News

খণ্ডকথা ৯: প্লিজ ওদের মানুষ ভাবুন

আজিম খান চৌধুরী :
আমার খুব জানতে ইচ্ছে হয় রুহিঙ্গারা কি মানব প্রজাতির মধ্যে গণ্য হয়, না কি হয়না ? এদের শরীরের গঠন প্রণালী কিন্তু একেবারেই মানুষের মত হাত পা নাক চোখ সব কিছু ৷ আরো যে কয়টি অঙ্গ প্রত্যঙ্গের নাম নিতে গিয়ে আমরা লজ্জায় মুখ লুকাই সে গুলিও একই রকম ৷ যারা মানুষ নিয়ে ফালতু রাজনীতি করেন তাদের কথা বাদই দিলাম, মানবাধিকার কর্মী যারা মানবাধিকার লঙ্ঘন বলে বলে মুখে খই ফুটান তাদেরকেও জোরালো কিছু বলতে শুনিনা ৷ আচ্ছা মানুষ হতে হলে কি কি যোগ্যতা লাগে আপনারা একটু বলবেন কি ? অন্তত সমুদ্র থেকে একটা রুহিঙ্গা প্রজাতির প্রাণীর সেম্পল এনে আপনাদের ল্যাবে পরীক্ষা করে বলুন ৷ দেখুন ওরা মানুষ কি না ৷ একটু জলদি করুন কারণ এগুলো কিন্তু সমুদ্রের লোনা পানির প্রানিনা ওরা আপনার আমার মতই স্থলচর ৷ লুনা পানিতে না খেয়ে না খেয়ে বেশিদিন টিকবে না ৷ এসব রোহিঙ্গাদের সঙ্গে যোগ হয়েছে বাংলাদেশী হতভাগারা, যারা নিজেদের সহায় সম্বল বিক্রিকরে দালালের হাত ধরে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেছিল ৷
আমার এক এইথিয়েস্ট বন্ধু বলেছিল মায়ানমারে ওরা নাকি মানবেতর জীবন যাপন করছে ৷ উত্তরে বলেছিলাম 'ওদের খুঁজে খুঁজে এনে জবাই করা হচ্ছে, শিশুরাও রেহাই পাচ্ছেনা ৷ মহিলাদের রেপ করা হচ্ছে, পেট্রুল ঢেলে বাড়ি ঘর জালিয়ে দেয়া হচ্ছে, উপায় না পেয়ে প্রানের ভয়ে ওরা ছোট এবং সাগরের অনুপযোগী নৌকা দিয়ে সাগর পথে পালিয়ে যাচ্ছে ৷ ওরা জানেনা ওরা কোথায় যাচ্ছে, ওদের গন্তব্য কোথায় ৷ এসব কিছুকে কি শুধু 'মানবেতর' বলা হয় ? এর চাইতে রসাত্মক উক্তি আর কি হতে পারে ?
মায়ানমারের সামরিক শক্তির ভয়ে ওদের ঠাই দিচ্ছেনা কোনো দেশ, মিডিয়া ওদের খবর গুলো এড়িয়ে যাচ্ছে ৷ তার চাইতে বেশি গুরুত্ব পাচ্ছে খেলার খবর আর ফ্যাসন শো ৷ একটাই অপরাধ ওরা মসলমান ৷ মায়ানমারে ওরা সংখ্যালঘু, ওদের ভোটাধিকার অনেক আগেই কেড়ে নেয়া হয়েছিল ৷ সুতরাং রাজনীতিবিদরা ওদের পক্ষে থাকছেনা ৷
এতদিন পর সুচি এবার ঘুম থেকে উঠলেন ৷ এবার হয়ত বেঁচে থাকা তিন চারজন রুহিঙ্গা দেখিয়ে বলতে পারবেন আমরা ওদের জন্য কাজ করছি ৷ ধিক তোদের ধর্মের তদের মানবতা আর তোদের মানবাধিকারের চৌদ্দ গুষ্ঠির প্রতি ধিক ৷ এত এত মুসলিম রুহিঙ্গাদের জীবন্ত পুড়িয়ে মেরে ঘরবাড়ি জ্বালিয়ে দিয়ে সাগরে ভাসিয়ে দেয়ার পর আজ উনি বলছেন ওদের সাগরে ভাসিয়ে দেয়া যাবেনা ওরাও মানুষ ৷ মূলত ভোটের রাজনীতিতে তিনি হারতে চাচ্ছেন না ৷ তার কথা বাদ দিলাম আমাদের দেশের মানুষও আজ কয়েকটা দিন ধরে পানিতে ভাসছে ৷ কই একজন রাজনীতিবিদও বলেনি ওদের কথা ৷ সত্যি কি ওরা মানুষের জন্য রাজনীতি করে ? আমদের দেশ কি সত্যি এগিয়ে যাচ্ছে ? অসংখ্য মানুষ এভাবে সমুদ্রে ভাসলেও এই শাসকদের মনে কোনো পাপবোধ বা দায়বোধ জাগেনা ৷ উল্টা বড় বড় কথা শুনি ৷
ধনী দেশ গুলির প্রতি বলছি আপনাদের বিস্তর জায়গায় মাত্র কয়েক একর জায়গাতেই ওদের চলবে ৷ আপনাদের এত এত উচ্ছিষ্ট অথচ ওরা পানির অভাবে নিজেদের মুত্র পান করছে ৷ ভাবতে পারেন এই আধুনিক সভ্য জগতে কেন এমনটা হচ্ছে ? সামন্ত যুগ, দাস প্রথা কবে মানুষ পেছনে ফেলে এসেছে ৷ এখন কেন এমন হবে ? না কি পৃথিবী ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছে ?
আচ্ছা মানুষতো মরু ভূমিতেও বাঁচে, বাঁচেনা? প্লিজ সভ্য পৃথিবীবাসী, দোহাই লাগে মানব সম্প্রদায় আপনারা ওদের মানুষ ভাবুন ৷ আপনার আমার বর্তমানের মতই কয়েকদিন আগের ওদের ইতিহাস ৷ এক সময় খুব ভালই ছিল ওদের নিজের ভিটা মাটি নিয়ে ৷ একসময় ওরা কবিতা লিখত বাঁশি বাজাত নিজেদের সুখের দুঃখের গল্প লিখত ৷

লন্ডন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com