Latest News

প্যারিসে মরহুম তৈমুছ আলী এমপি স্মৃতি পরিষদ গঠনের লক্ষে মত বিনিময় সভা

ফ্রান্স প্রতিনিধি: ১৯৭০ সালের প্রাদেশিক নির্বাচনে সিলেট-১২ আসনের  এমপি মরহুম তৈমুছ আলী'র স্মরণে ফ্রান্সে তৈমুছ আলী স্মৃতি পরিষদ গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম সাধু। মনির আহমদের পরিচালনায়  অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আতিকুর রহমান, গৌছ উদ্দিন, সিলেট শাহজালাল স্পোর্টিং ক্লাব ফ্রান্সের সভাপতি ফয়ছলউদ্দিন, জয়লান মিয়া, সাইফুল আলম,তৈমুর হাসান আপলু, সিরাজুল ইসলাম, রুনু মিয়া, মুমিন আলী, হেলাল আহমদ প্রমূখ । সভায় ১৫ সদস্যবিশিষ্ট মরহুম তৈমুছ আলী স্মৃতি পরিষদ ফ্রান্স এর আহবায়ক কমিটি গঠন করা হয় । কমিটির সদস্যরা হলেন আহবায়ক মনির আহমদ, যুগ্ম আহবায়ক তৈমুর হাসান আপলু, গৌছউদ্দিন, আং হামিদ, মিঠুন। সদস্যরা হলেন রুহেল উদ্দিন, দেলওয়ার হোসেন, নুরুল ইসলাম, জুবায়ের আহমদ, আং মালিক, মুমিন আলী, হেলাল আহমদ, মালিক মুন্না, আব্দুল গফুর, পারভেজ মিয়া, কয়েছ আহমদ । এ সময় আরো উপস্থিত ছিলেন শিব্বির আহমদ, জায়েদুল ইসলাম সাথি, মুরছালিন খান শামিম, জিয়া উদ্দিনসহ সিলেটবিভাগের প্রবাসীরা । উল্লেখ্য, মরহুম তৈমুছ আলী ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক । ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে তিনি প্রাদেশিক পরিষদে সদস্য নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি শ্রেষ্ঠ ক্রীড়াবিদ,ক্রীড়া সংগঠক ও নাট্যাভিনেতা হিসেবে তিনি ব্যাপক পরিচিতিও লাভ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com