Latest News

স্পেন ছাত্রদলের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত

সেলিম  আলম, মাদ্রিদ : বাংলাদেশ  জাতীয়তাবাদী ছাত্রদল স্পেন শাখার উদ্যোগে আলোচনাসভা ও ইফতার মাফফিল অনুষ্টিত হয়েছে। গত ১০ জুলাই মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংগঠনটির আহবায়ক আবু জাফর রাসেলের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভা পরিচালনা করেন সদস্য সচিব হুমায়ুন কবির রিগ্যান।
পবিত্র রমজান ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রবাসীদের করনীয়  প্রসঙ্গে আলোচনা করেন বাংলাদেশ এসোসিয়েসন ইন স্পেনের সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুন। প্রধান অথিতির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল স্পেনের  আহবায়ক রিয়াজ উদ্দিন লুৎফুর। বক্তব্য রাখেন  স্পেন যুবদলের যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক শাওন আহমেদ, স্পেন তরুন দলের  শিফার আহমেদ ও  আমিন চৌধুরী, ফজির আলী নাদিম, হাদি হাসান, রায়হান আহমেদ, বাবলু আহমেদ, আকাশ ফাহমিদ,  কবির আহমেদ, জুনায়েদ আহমেদ, ছমির আহমেদ, ফয়জুর রহমান, আলমগীর হুসাইন,আলী নুর, সাইদুল হক টিপু, আসাদ আহমেদ ফরহাদ প্রমুখ।

সভায়  তরুণদের মধ্যে দেশ প্রেম জাগ্রত এবং বহির্বিশ্বে জাতীয়তাবাদী চেতনাকে গতিশীল করতে অন্যান্য দেশের মতো স্পেনে জাতীয়তাবাদী তরুন দল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।   এ সময় বিশ্ব মুসলিম উন্মাহ'র সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com