এসবিএন ডেস্ক: হবিগঞ্জ পৌর মেয়র ও বিএনপি নেতা জিকে গউসের ওপর কারাগারে হামলার ঘটনার
নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘মিথ্যা মামলায় তিনি জেলে আছেন। সেখানেও ছুরি
মারা হয়েছে। জেলাখানাও মানুষ নিরাপদ নয়।’ ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। প্রতিবারের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৮ জুলাই, শনিবার বেলা
১১টা ৪০ মিনিটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন সাবেক এ
প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা রয়েছে। অসংখ্য নেতাকর্মী জেলে আছেন, গুম হয়েছেন। সুতরাং এখন আমাদের রি-অর্গানাইজ হতে হবে। দল পুনর্গঠনের পর সরকারবিরোধী আন্দোলনে যাব। সাবেক এ প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের বর্তমানে কী অবস্থা? দেশে সরকার আছে বলে মনে হয় না। আজকে যারা নিজেদের সরকার বলে দাবি করে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা বৈধ সরকার নয়। সে জন্যই জনগণের দুঃখ-দুর্দশার দিকে তাদের কোনো নজর নেই।
সরকারবিরোধী আন্দোলনে নাশকতা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জ্বালাও পোড়াও-ভাঙচুরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যারা করেছে তাদের ধরা উচিত, শাস্তি হওয়া উচিত। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নেতাকর্মীদের নামে অসংখ্য মামলা রয়েছে। অসংখ্য নেতাকর্মী জেলে আছেন, গুম হয়েছেন। সুতরাং এখন আমাদের রি-অর্গানাইজ হতে হবে। দল পুনর্গঠনের পর সরকারবিরোধী আন্দোলনে যাব। সাবেক এ প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের বর্তমানে কী অবস্থা? দেশে সরকার আছে বলে মনে হয় না। আজকে যারা নিজেদের সরকার বলে দাবি করে তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। তারা বৈধ সরকার নয়। সে জন্যই জনগণের দুঃখ-দুর্দশার দিকে তাদের কোনো নজর নেই।
সরকারবিরোধী আন্দোলনে নাশকতা প্রসঙ্গে খালেদা জিয়া বলেন, জ্বালাও পোড়াও-ভাঙচুরের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। যারা করেছে তাদের ধরা উচিত, শাস্তি হওয়া উচিত। আমরা জনগণকে সাথে নিয়ে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করব।