Latest News

মাদ্রিদে গ্রেটার সিলেট এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

সেলিম আলম, মাদ্রিদ :  স্থানীয় একটি পার্কে পিকনিকের আমেজে শিশু কিশোর, নারী পুরুষ- সকলের জন্য নানা দেশীয় খেলা -ধূলার আয়োজন আর প্রবাসের কর্ম ব্যস্ততার ফাঁকে পরিবার পরিজন নিয়ে একত্রিত হওয়ার উপলক্ষ তৈরীর প্রয়াস নিয়ে  গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেনের ঈদ পুনর্মিলনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। গত ২০ জুলাই মাদ্রিদের পার্কে রিও দে মানছানাতে সংগঠনটির সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক শিফার আহমেদ, উপদেষ্টা লুৎফুর রহমানসহ সকল সদস্য ও শুভাকাংখীদের সহযোগিতায় আয়োজিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্টানে দেশীয় খেলা ধুলার মধ্যে ছিল শিশু কিশোরদের লং জাম্প,  দৌড়,  মহিলাদের বিস্কিট, বালিশ, সুই/সুতা খেলা এবং পুরুষদের মোরগের লড়াই, লাটি খেলা। খেলায় বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরুষ্কার বিতরনী অনুষ্টানে অংশ নেন আয়োজক সংগঠনের  সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম,  ক্রীড়া সম্পাদক ফজির আলী নাদিম, অর্থ সম্পাদক রিপন আহমেদ, আব্দুল কাইয়ুম মাসুক,খায়রুজ্জামান জামান, আব্দুল হামিদ সঞ্জু, আবু জাফর রাসেল, হুমায়ুন কবির রিগান, ফয়জুর রহমান,
লুৎফুর রহমান ইদ্রিছ,  বাবলু আহমেদ, আপন প্রমূখ। অনুষ্টানে গ্রেটার সিলেট এসোসিয়েন ইন স্পেনের উপদেষ্টা সৈয়দ আশফাকুল হক, জালাল আহমেদ, কামরুজ্জামান সুন্দর, সিনিয়র সহ সভাপতি সুহেল আহমেদ সামসু,  রমিজ উদ্দিন, এ কে এম জহিরুল ইসলাম, নুরুল আলম, জাহিদুল আলম মাসুদ, আব্দুর রাজ্জাক, সুমন হাওলাদার, আয়ুব আলী সুহাগ সহ কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে বেড়ে ওঠা ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরা আর কর্মব্যস্থ  জীবনের ফাঁকে একটু আনন্দময় মূহূর্ত কাটানোর জন্য এমন আয়োজন- জানালেন গ্রেটার সিলেট এসোসিয়েশন ইন স্পেন এর  দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। ঈদ পুনর্মিলনী অনুষ্টানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দ মনে করেন-  প্রবাসে  সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে এরকম আয়োজনের বিকল্প নেই। তারা আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্টান আয়োজনের জন্য গ্রেটার সিলেট এসোসিয়েশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com