Latest News

গান আর মুক্তিযুদ্ধের কথামালায় প্যারিস বাংলা প্রেসক্লাবের জম্পেশ ঈদ আড্ডা

মো: লুৎফুর রহমান বাবু , প্যারিস:  যে রাঁধে সে চুলও বাঁধতে জানে-প্যারিস বাংলা প্রেসক্লাবের ঈদ আড্ডা অনুষ্ঠানে সাংবাদিক আকঞ্জির গান সেটি আরেকবার প্রমান করল। গানে কন্ঠ মেলালেন সবাই। স্বল্প সময়ের মধ্যে  আয়োজন হলেও ব্যস্ততাকে পিছনে ফেলে অনেকেই হাজির ছিলেন। রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক আর আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দরাই নয়, অনেক সাধারণ প্রবাসীরাও যোগদেন প্যারিস বাংলা প্রেসক্লাবের এ জম্পেশ ঈদ আড্ডায়।
ঈদ আড্ডা অনুষ্ঠানের বক্তব্যে  উঠে আসে দেশ আর বিদেশের  পার্থক্য। বাদ পড়েনি বাংলাদেশের ঈদে ফিন্নি সেমাইয়ের গল্প। আর সালামি তো ছিলই।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলি শুনান- প্রথমদিকে ফ্রান্সে এসে কি কষ্টই না করতে হয়েছিল তাদের। আশির দশকের দিকে মাত্র পাচ থেকে ছয়জন বাংলাদেশী বসবাস করতেন ফ্রান্সে, তাও একেকজন ছিলেন একেকদিকে। ফলে দেখা সাক্ষাতও খুব কম হত। তিনি বলেন, অনেকদিন কোন বাংগালীর সাথে দেখা না হওয়ায় বাংলা কথা বলতে পারতাম না, তখন মানসিক  এক ধরনের অতৃপ্তি নিয়েই থাকতে হত। তিনি শুনান- মহান মুক্তিযুদ্ধের কথা, একাত্তরের রনাঙ্গনের সেইদিনগুলির কথা। ঈদ আড্ডার সবাই তন্ময় হয়ে শুনেন তার মুক্তিযুদ্ধের কথামালা। জাতির এই শ্রেষ্ঠ সন্তান ধন্যবাদ জানান প্যারিস বাংলা প্রেসক্লাবকে ঈদ জম্পেশ আড্ডা অনুষ্ঠানের জন্য।
প্যারিসের গার্দু নর্দ এ গত ২৩ জুলাই বৃহ বার  জম্পেশ এ ঈদ আড্ডা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যারিস -বাংলা প্রেস ক্লাবের সভাপতি  আবু তাহিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  এনায়েত হোসেন সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির সাবেক সভাপতি সালেহ আহমদ চৌধুরী, বাংলাদেশ ইয়থ ক্লাব প্যারিসের সাধারণ সম্পাদক টি এম রেজা, ফ্রান্স আওয়ামীলীগের উপদেষ্ঠা মিজান চৌধুরী মিন্টু,বঙ্গবন্ধু পরিষদ ফ্রান্সের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, সামাজিক সংগঠন মাটির সুরের আমিন খান হাজারী, উদীচী শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক আহমদ আলী দুলাল, মহিলা দল ফ্রান্সের সভানেত্রী মমতাজ আলো, ফেন্চুগঞ্জ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি খসরুজ্জামান, সিলেট শাহ জালাল স্পোটিং ক্লাবের সভাপতি ফয়ছল উদ্দিন, স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, বরিশাল বিভাগ সমিতির সহ সভাপতি ফারুক আহমদ, চাদপুর সমিতি ফ্রান্সের হাবিব খান, ফ্রান্স যুবদলের সভাপতি আরিফ হাসান।
প্যারিস বাংলা প্রেস ক্লাবের এ ঈদ আড্ডা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী বাবর হোসেন, ফ্রান্স বিএনপি নেতা ওমর গাজী, ইলিয়াছ কাজল, ফ্রান্স যুবদলের সাংগঠনিক সম্পাদক সালা উদ্দিন বালা, সেলিম আল দিন,প্যারিস -বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ফেরদৌস করিম আখন্জি, সহ সাধারণ সম্পাদক মাম হিমু, সৈয়দ সাহিল, প্রচার সম্পাদক নয়ন মামুন, প্রকাশনা সম্পাদক দোলন মাহমুদ,  সদস্য ফরিদ আহমদ পাটুয়ারী রনি, জুনেদ ফারহান,  মাজহার প্রমুখ।
 জম্পেশ এ ঈদ আড্ডায়   বক্তারা বলেন, পরবাসের ঈদ যতই আমাদের আনন্দ দিয়ে যাক না কেন,দেশের পরিবার পরিজনের সাথে ঈদ না করার ব্যথা মনের মধ্যে উকি দিয়ে যায়। শেকড়ের টান আমাদের মনে নাড়া দিয়ে যায়। কিন্তু যখন প্রবাসী বাংলাদেশীরা একে অন্যের সাথে হাতে হাত, বুকে বুক মিলিয়ে আলিঙ্গন করি তখন সকল দুঃখ ভুলে যাই। এতেই আমাদের সুখের বহি:প্রকাশ  ঘটে।
প্যারিসে প্রথমবারের মত এমন জম্পেশ  ঈদ আড্ডার জন্য প্যারিস বাংলা প্রেসক্লাবকে ধন্যবাদ জানান সবাই।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com