Latest News

নেপালে পশু বলি নিষিদ্ধ

এসবিএন ডেস্ক: নেপালে অ্যানিম্যাল ওয়েলফেয়ার নেটওয়ার্ক নেপাল এবং হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল/ ইন্ডিয়া (এইচএসআই) স্বেচ্ছাসেবী  সংগঠন দুটি'র আবেদনের প্রেক্ষিতে পশু বলি দেওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির মন্দির ট্রাস্ট। এতে স্বস্তি প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো। এর আগে স্বেচ্ছাসেবী ঐ সংগঠন দু'টি পশু বলির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব ছিল। পরবর্তীতে তাদের আবেদনে সাড়া দিয়েই এবার ৩০০ বছরের প্রথা বন্ধের নির্দেশ দিলেন মন্দির কর্তৃপক্ষ। উৎসবে ভক্তদের পশু আনার ওপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com