সেলিম আলম, মাদ্রিদ: জীবনের যান্ত্রিক কোলাহল আর প্রতি দিনের ছকে বাঁধা কাজের চাপে হাঁপিয়ে উঠা স্পেন প্রবাসী বাংলাদেশীদের নিয়ে কিছুটা ভিন্নতা খুঁজতে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতি মাদ্রিদ আয়োজন করে আনন্দ ভ্রমন 'বনভোজন ২০১৫'। গত ৩০ জুলাই এ কে এম জহিরুল ইসলাম, গোলাম মোস্তফা জাহাঙ্গীর সহ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় আয়োজিত এ আনন্দ ভ্রমনে মোহাম্মেদ স্বাধীন, মাহবুবুর রহমান জন্টু , ইসলাম উদ্দিন, মামুন হাওলাদার, আশরাফুল, আলম খান, পিয়ার হুসেন, আল আমিন, শাহ আলম, শাহীন, সুমন, রানা, পলাশ, শাহিদুল, রতন, রাজু সহ মাদ্রিদে অবস্থানরত বিভিন্ন অঞ্চলের প্রবাসী বাংলাদেশীরা অংশগ্রহন করেন । শহর থেকে দূরে প্রাকৃতিক ছায়া সুনিবিড় পরিবেশে পাহাড় লেক ঘেরা 'লাস লেগুনা দে রুইদেয়া'য় অনুষ্টিত বনভোজনে দিনব্যাপি ছিল হরেক রকম অনুষ্টান মালার আয়োজন। শিশু কিশোর ও মহিলাদের খেলাধূলা , উপস্থিত বক্তব্য ও সাধারন জ্ঞান প্রতিযোগিতা ছিল তার মধ্যে অন্যতম।
মধ্যাহ্ন ভোজ শেষে পড়ন্ত বিকেলে অনুষ্টিত হয় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্টান । আয়োজকরা জানান, হাজারো কর্ম ব্যস্ত জীবনের একটি দিন নিজের মতো করে প্রকৃতির সাথে মিশা আর মুক্ত বাতাসে নিজেকে সঞ্চিত করে নতুন করে কর্ম উদ্যোমে তাদের এ আয়োজন অনুপ্রেরনা যোগাবে ।
মধ্যাহ্ন ভোজ শেষে পড়ন্ত বিকেলে অনুষ্টিত হয় পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্টান । আয়োজকরা জানান, হাজারো কর্ম ব্যস্ত জীবনের একটি দিন নিজের মতো করে প্রকৃতির সাথে মিশা আর মুক্ত বাতাসে নিজেকে সঞ্চিত করে নতুন করে কর্ম উদ্যোমে তাদের এ আয়োজন অনুপ্রেরনা যোগাবে ।