মরেই চলেছে
হাজারো 'রাজন',
গভীর ঘুমে
আমাদের প্রশাসন ।
এক রাজনের রক্তে
ভিজেনা আমাদের মন,
'রাজন' দের তাই
মরতে হয় সারাক্ষন ।
আর কতো রক্তে
জাগবে এই দেশ ?
কবে হবে রাজন দের
মরণের শেষ ?
দেশবাসী তুমিই
করো বিচার,
তুমিই বড় শক্তি,
আর নয় অনাচার ।
ডাঃ ফারহানা মোবিন
মেডিকেল অফিসার, গাইনী এ্যান্ড অবস,
স্কয়ার হসপিটাল, ঢাকা।
হাজারো 'রাজন',
গভীর ঘুমে
আমাদের প্রশাসন ।
এক রাজনের রক্তে
ভিজেনা আমাদের মন,
'রাজন' দের তাই
মরতে হয় সারাক্ষন ।
আর কতো রক্তে
জাগবে এই দেশ ?
কবে হবে রাজন দের
মরণের শেষ ?
দেশবাসী তুমিই
করো বিচার,
তুমিই বড় শক্তি,
আর নয় অনাচার ।
ডাঃ ফারহানা মোবিন
মেডিকেল অফিসার, গাইনী এ্যান্ড অবস,
স্কয়ার হসপিটাল, ঢাকা।