Latest News

মাদ্রিদে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত

সেলিম আলম, মাদ্রিদ :  শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছে দেয়ার দ্বার প্রান্তে। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা বাস্তবায়নে প্রয়োজন সকলের সহযোগিতা।   বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২১ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে  স্পেন স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভায় বক্তারা এ কথাগুলো  বলেন।
 গত ২৭ জুলাই মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে  স্পেন স্বেচ্ছাসেবক লীগের  সভাপতি খসরু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভাটি  পরিচালনা করেন সংগঠনটির স্পেন শাখার সাধারন সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন। সভায়  স্পেন আওয়ামীলীগের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি জাকির হোসেন, উপদেষ্টা জহিরুল ইসলাম, আব্দুল কাদের, সাধারন সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, রুবেল খান, লিয়াকত হোসেন, শাখাওয়াত হোসেন , জাকির হুসেন, তোতা গাজী প্রমুখ। বক্তারা দেশে ও প্রবাসে সকলকে এক হয়ে বাংলাদেশের উন্নয়নে সরকারের পক্ষে  কাজ করার আহবান জানিয়ে আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে দৃষ্টান্ত স্বরূপ। বিশ্ববাসী এখন শেখ হাসিনার নেতৃত্বের প্রসংসা করছে। আর এ জন্যই আওয়ামীলীগ সরকারকে যুগ যুগ ধরে বাংলাদেশের ক্ষমতায় জনগন দেখতে চায়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com