Latest News

আবারও বিয়ের পিঁড়িতে অভিনেত্রী রুমানা

এসবিএন ডেস্ক: তৃতীয় বারের মতো  আবারও বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মডেল ও অভিনেত্রী রুমানা খান। আগামী ৮ আগস্ট বাংলাদেশি বংশদ্ভুত  মার্কিন নাগরিক ব্যবসায়ী এলিন রহমানের সাথে এবার বিয়ে হচ্ছে তার।
ঢাকার ছেলে এলিন হবেন তার তৃতীয় স্বামী। আর এদিকে এলিনের দ্বিতীয় স্ত্রী হচ্ছেন রুমানা। এর আগে রুমানা প্রথমে উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদকে বিয়ে করেন। পরে সে বিয়ে ভেঙ্গে গেলে দ্বিতীয় বিয়ে করেন সাজ্জাদ নামে ঢাকার আরেক ব্যবসায়ীকে। সে বিয়ে কয়েক বছর টিকলেও ধীরে তাদের মাঝে সম্পর্কে তিক্ততা শুরু হয়।এরপর রুমানা-সাজ্জাদ ছাড়াছাড়ির গুঞ্জন শুরু হলে বছর খানেক আগে রুমানা আমেরিকায় চলে যান। সেখানে ব্যবসায়ী এলিন রহমানের সঙ্গে পরিচয় হলে এক পর্যায়ে দু’জন প্রেমে জড়িয়ে পড়েন। এরপর তিনি দেশে না ফিরে এলিনকে বিয়ের সিদ্ধান্ত নেন।
আগামী ৬ আগস্ট হবে তাদের গায়ে হলুদ। নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা হলে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরইমধ্যে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অতিথিদের কাছে পৌঁছেছে দুই পক্ষের আমন্ত্রণ পত্র। রুমানার গয়না তৈরি করা হয়েছে ঢাকায়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com