Latest News

মাদ্রিদে এনটিভি'র যুগপূর্তি উদযাপন: বস্তুনিষ্ট সংবাদের প্রশংসা

সেলিম আলম, মাদ্রিদ : বস্থনিষ্ট সংবাদ, মানসন্মত বহুমাত্রিক অনুষ্টানমালা প্রচার করে এনটিভি কেবল বাংলাদেশেই নয়; বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশীদের হৃদয় জয় করেছে।বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভি'র একযুগ পূর্তি উপলক্ষ্যে মাদ্রিদে আয়োজিত যুগপূর্তি অনুষ্টানে উপস্থিত সুধীজন তাদের বক্তব্যে একথাগুলো বলেন। গত ২৩ জুলাই মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে বাংলাদেশ এসোসিয়েসনের সাধারন সম্পাদক মিনহাজুল আলম মামুনের সভাপতিত্বে ও  এনটিভি প্রতিনিধি জাফরুল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তারা এনটিভি'র দীর্ঘায়ু কামনা করেন। এ যুগপুর্তি উদযাপন ও ঈদ পুনর্মিলনি অনুষ্টানে মাদ্রিদের  বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন রাজনৈতিক ও কমিউনিটি ব্যক্তিত্ব খোরশেদ আলম মজুমদার,  ব্যবসায়ী সৈয়দ আশফাকুল হক, আল মামুন, এনায়েতুল করিম চৌধুরী তারেক , জাকির হুসেন ,আব্দুল কাইউম সেলিম,মিজানুর রহমান বিপ্লব, জিল্লুল আল হক,  মানিক মিয়া, শরিফ মনির , মোখলেছুর রহমান দিদার, আবুল হাসেম মেম্বার, রমিজ উদ্দিন,কামরুজ্জামান সুন্দর, ফজলে এলাহি, কাজী জসিম, শাওন আহমেদ, সিপার আহমেদ, লুতফুর রহমান, সুহেল ভুইয়া, ছানুর মিয়া ছাদ, ফয়জুর রহমান, নুর মিয়া, কাজী আলমগীর প্রমুখ।
জাহিদুল আলম মাসুদ, এ কে এম জহিরুল ইসলাম, নুরুল ওয়াহিদ, সেলিম আলম, আবু জাফর রাসেল ও হুমায়ুন কবির রিগানের  সহযোগিতায় অনুষ্টিত জাঁক জমকপূর্ণ এ অনুষ্টান সফলে এনটিভি প্রতিনিধি মাদ্রিদ কমিউনিটির এ সরব উপস্থিতিকে ধন্যবাদ জানান। 



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com