Latest News

মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা সমিতির ইফতার মাহফিল সম্পন্ন

সেলিম আলম, মাদ্রিদ:  স্পেনের মাদ্রিদে নারায়ণগঞ্জ জেলা সমিতি'র উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৫ জুলাই স্থানীয় বাংলাদেশী মসজিদে সমবেত হওয়া পাঁচ শতাধিক মুসল্লীদের জন্য ইফতারের আয়োজন করে সংগঠনটি। আল্লাহ'র নৈকট্য লাভ আর রোজাদারদের ইফতারী করানোর সওয়াবের প্রত্যাশায়  মাদ্রিদে প্রতিদিনই মসজিদে ইফতার মাহফিল আয়োজনের এমন চিত্র লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জ জেলা সমিতির এ ইফতার মাহফিলে সংগঠনটির সভাপতি ইকবাল বাহার ,সাধারন সম্পাদক সোহেল ভুইয়া, সাহাব উদ্দিন , মামুন সরদার,একরামুজ্জামান কিরন ,বুলবুল হাসান, জিয়াউর রহমান খান, মাইন উদ্দিন, আবু বক্কর মামুন, হারুন মিয়া, মিজানোর রহমান, লুৎফুর, হিমেল, আবুল, জুম্মান, আরিফ, আমির হুসেন, রিপন, ইসতি সহ বাংলাদেশী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আল্লাহর সন্তুষ্টি অর্জন আর মুসলিম উম্মাহ'র শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com