Latest News

স্পেন যুবদলের ইফতার মাহফিল

সেলিম আলম, মাদ্রিদ: মাদ্রিদে স্পেন যুব দলের উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা ও করনীয় বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গত ৬ জুলাই মাদ্রিদের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংঠনের সভাপতি রমিজ উদ্দিনের সভাপতিত্বে ও   সাধারন সম্পাদক আব্দুল আওয়াল খানের পরিচালনায় অনুষ্টিত  আলোচনায় অংশ গ্রহন করেন স্পেন বিএনপির সভাপতি খুরশেদ আলম মজুমদার, কাজী জসিম, ফখরুল হাসান, কাজী আলমগীর ,বুলবুল আহমেদ, মাহবুব আলম প্রমুখ। এ সময় ইসলাম ধর্ম নিয়ে কঠুক্তি কারী দের সরকার বিভিন্ন ভাবে সহযোগিতা করছে - এমন অভিযোগ করে বক্তারা আরো বলেন, রমজান মাস অন্যায়, ব্যবিচার,  জুলুম ও পাপ কাজ থেকে বিরত থাকা এবং  সহানুভূতি, মানবতা, ধৈর্য্য ধারনের  শিক্ষা দেয়।  আর সেই শিক্ষাকে সারা বছর নিজের জীবনে বাস্তবায়ন করে চলা প্রত্যেক মুমিনের কর্তব্য। তারা এ সময় মুসলিম উন্মাহ'র সুখ ও শান্তির জন্য বিশেষ মোনাজাত করেন। অনুষ্টানে বিএনপি ও অঙ্গ সঙ্ঘটনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর, মোখলেচুর রহমান, মোতাল্লেব হুসেন বাবুল,  নাজমুল ইসলাম নাজু, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, নজরুল ইসলাম, ফজির আলী নাদিম, ইদ্রিস আলী প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com