Latest News

সাকা'র ফাঁসির রায়ে স্পেন বিএনপি'র প্রতিবাদ সভা অনুষ্টিত

সেলিম আলম, মাদ্রিদ :  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায়ের প্রতিবাদে সভা করেছে স্পেন বিএনপি। গত ১ আগষ্ট মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সংগঠনের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম পঙ্কি। বাংলাদেশে বর্তমান সরকার খুন, গুম, নির্যাতনের পাশাপাশি জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে  বিরোধী দলের আন্দোলন স্তব্ধ করে দিতে চাচ্ছে, এমন অভিযোগ এনে বক্তব্য রাখেন মিজানুর রহমান বিপ্লব,মোখলেছুর রহমান দিদার, মোর্শেদ আলম তাহের, রমিজ উদ্দিন, রিয়াজ উদ্দিন লুৎফুর, আকবর শেট, আবু জাফর রাসেল, সাওন আহমেদ, কাজী আলমগীর, আব্দুল মোতালিব বাবুল, আব্দুল কাইউম মাসুক, ফজির আলী নাদিম, ইদ্রছ আলী প্রমুখ। বক্তারা সাকা চৌধুরীর ফাঁসির  রায়ের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। স্পেনে  হাসান মাহমুদ খন্দকারকে   বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার পরিকল্পনার সমালোচনাও করা হয় এ প্রতিবাদ সভায়। বক্তারা বলেন, হেফাজতে ইসলামের সন্মেলোনে গণহত্যা চালানোর মূল হোতা, আন্তর্জাতিক আদালতে খুনের আসামী, বাংলাদেশে বিভিন্ন অপকর্মের সাথে  জড়িত, ইসলামের শত্রু  হাসান মাহমুদ খন্দকারকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে স্পেন প্রবাসীরা  দেখতে চান না। তারা তাকে স্পেনে অবাঞ্চিতও ঘোষনা করেন।
বক্তারা বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে অবিলম্বে  জাতীয় নির্বাচনেরও  দাবী জানান।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com