Latest News

বার্সেলোনায় যুবলীগের ঈদ পুনর্মিলনী অনুষ্টিত

এসবিএন ডেস্ক :  বার্সেলোনায়   আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়েছে।  গত ৬ আগষ্ট স্থানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্টানে কাতালোনিয়া যুবলীগের নেতাকর্মীসহ স্থানীয় অাওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্ব পরিবারে উপস্থিত ছিলেন। ঈদের পর আওয়ামীলীগ পরিবারের মিলন মেলা হয়ে উঠে অনুষ্টানটি। সবাই একে অপরের সাথে ঈদের কুশলাদি বিনিময় করেন। যুবলীগ কাতালোনিয়া শাখার সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় অনুষ্টিত এ ঈদ পুনর্মিলনী অনুষ্টানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন, স্পেন আয়ামীলীগের আন্তর্জাতিক সম্পাদক মুহিদুল ইসলাম কয়েস, সাবেক সভাপতি মোনায়েম চৌধুরী বাবলা, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সোহেল, সিনিয়র সহ সভাপতি এরশাদ আলম খান,  সহ সভাপতি শিমুল চৌধুরী, হানিফ শরিফ, কমিউনিদাদ দে বাংলাদেশ এর সিনিয়র সহ সভাপতি নূর এ আলম, সান্তা কলোমা আয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম বাদল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন,  যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন জাহান, আয়ামীলীগ নেতা খালেদ রহমান, কামরুল ইসলাম,  মহিলা সমিতির মঞ্জু প্রমূখ। পরে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্টান শেষে উপস্থিত সবাই প্রীতিভোজে মিলিত হোন।
রাজনৈতিক ব্যানারে হলেও অনুষ্টানে বার্সেলোনার আঞ্চলিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল। ঈদ পুনর্মিলনী অনুষ্টান    সফল করার জন্য যুবলীগের নেতা কর্মীসহ উপস্থিত  সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কাতালোনিয়া যুবলীগের  সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন জাহান।

                                                      ছবি: কামরুল মোহাম্মদ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com