সেলিম আলম, মাদ্রিদ: স্পেন সফররত ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল কবির পলের সােথ মত বিনিময় সভা করেেছ স্পেন যুবদল। গত ১০ আগষ্ট মাদ্রিদের একটি রেষ্টুরেন্টে অনুষ্টিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্পেন যুবদলের সভাপতি রমিজ উদ্দিন। ফখরুল হাসানের পরিচালনায় মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্যƟরােখন স্পেন বিএনপি'র সভাপতি খোরেশদ আলম মজমুদার, জামাল উদ্দিন মনির, মোখলেছুর রহমান দিদার, কাজী কােসম, আকবর শেঠ, কাজী আলমগীরƵপ্রমূখ। বক্তারা আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে বলেন, বাংলােদশ আজ গভীর ষড়যন্ত্রের শিকার। ষড়যন্ত্রের কারিগর আওয়ামীলীগ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। সেজন্য জাতীয়তাবাদী শক্তিকে কাজে লাগাতে হবে। আওয়ামীলীগ সরকারের পতনের জন্য তারেক জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা তত্বাবধায়ক সরকােরর অধীনে জাতীয় নির্বাচনেরও দাবী জানান।