Latest News

বিএনপি- জাপা'র আয় থেকে ব্যয় বেশি

এসবিএন ডেস্ক: বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জাতীয় পার্টি। হিসাবে দল দু'টি  আয়ের তুলনায় ব্যয় দেখিয়েছে বেশি।
বিএনপি'র আয়ের তুলনায় ৬৫ লাখ ৫৫ হাজার ১২ টাকা বেশি ব্যয় হয়েছে। একই অর্থবছরে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও আয়ের তুলনায় ব্যয় বেশি করেছে। ইসিতে দাখিল করা বিএনপি'র প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর দলটির আয় হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৮ টাকা এবং ব্যয় ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা। জাতীয় পার্টি গত অর্থবছরে প্রায় দেড় কোটি টাকা ব্যয় করেছে। তাদের আয় ছিল এক কোটি টাকা।

নির্বাচন কমিশন সচিবালয়ে গত ২৪ আগষ্ট বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল ইসি সচিব সিরাজুল ইসলামের কাছে হিসাব জমা দেয়। গত ২৯ জুলাই আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দিয়েছে জাতীয় পার্টি।  তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তাদের আয়-ব্যয়ের হিসাব এখনও ইসিতে জমা দেয়নি। গত ২৬ জুলাই  আওয়ামী লীগ এক মাস সময় বাড়াতে ইসিতে আবেদন করে। ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও আবেদনের ভিত্তিতে তাদের ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com