সেলিম আলম, মাদ্রিদ: বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৭০ তম জন্মদিন পালন করেছে ইলিয়াছ মুক্তি পরিষদ ইন স্পেন। গত ১৬ আগষ্ট মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ উপলক্ষে আলোচনাসভা ও দোয়া মাহফিেলর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক রিয়াজ উদ্দিন লুৎফুর। সংগঠনের সদস্য সচিব আবু জাফর রাসেল ও হুমায়ূন কবির রিগ্যানের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিনহাজুল আলম মামুন, সুহেল আহমেদ সামসু, ছানুর মিয়া, সাইদ মিয়া, সিফার, ফাহমিদ প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের প্রশংসা করে আরো বলেন, তার নেতৃত্বেই বাংলার জনগন দেশকে আওয়ামী বাকশাল সসরকার থেকে মুক্ত করবে। পরে সভায় উপস্থিত সবাই করতালির মাধ্যমে জন্মদিনের কেক কাটেন এবং মিষ্টি বিতরন করেন। পরে জিয়া পরিবার এবং বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী ও তার পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয় ।