Latest News

পিকে আমিরের কারনেই সালমান বাজরঙ্গি ভাইজান

এসবিএন ডেস্ক: বাজরঙ্গি ভাইজানের সাফল্য নিয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সালমান খান জানিয়েছেন, ঘনিষ্ঠ বন্ধু আমির খানের সুপারিশেই তিনি বাজরঙ্গি ভাইজানে  অভিনয়ের সুযোগ পেয়েছিলেন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়, বাজরঙ্গি ভাইজানের জন্য স্ক্রিপ্টরাইটার বিজেন্দ্র প্রাসাদের প্রথম পছন্দ ছিলেন আমির। ছবির জন্য আমিরকেই প্রথমে প্রস্তাব করেন তিনি। কিন্তু স্ক্রিপ্ট পড়ে বাজরঙ্গি ভাইজান হিসেবে সালমানের নাম সুপারিশ করেন আমির। অকপটেই সংবাদ সম্মেলনে সালমান বলেন, বিজেন্দ্র প্রাসাদকে আমির খানই আমার কাছে পাঠিয়েছিলেন।
বলিউড এবং বলিউডের বাইরে সবার মুখে যেন বাজরঙ্গি ভাইজানের গুনাগুন।  আয়ের দিক থেকে ঘনিষ্ট বন্ধু আমিরের পিকের পরেই আছে সালমানের বাজরঙ্গি ভাইজান। পিকের ৭৩৫ কোটি রুপি আয়ের বিপরীতে বাজরঙ্গি ভাইজান এখন পর্যন্ত আয় করেছে ৫৭৫ কোটি রুপি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com