প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৬ আগষ্ট বার্সেলোনায় আওয়ামী যুবলীগ কাতালোনিয়া শাখা ঈদ পুনর্মিলনী অনুষ্টান ও প্রীতিভোজের আয়োজন করেছে। স্থানীয় একটি রেষ্টুরেন্ট ( Restaurente La Rioja, Calle peu de la creu) এ ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্টানে যুবলীগের নেতা কর্মীদের উপস্থিত থাকার জন্য সংগঠনটির সভাপতি আমির হোসেন আমু, সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় ও সাংগঠনিক সম্পাদক মুশারফ হোসেন জাহান অনুরোধ জানিয়েছেন।