Latest News

মাদ্রিদে 'প্রবাসী ফ্রেন্ডস ক্লাব' এর আত্মপ্রকাশ : প্রবাসে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রত্যয়

সেলিম আলম, মাদ্রিদ :  প্রবাসে বাংলাদেশের ভাবমুর্তি উজ্জ্বল করা ও  প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন সমস্যায় সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত ব্যক্ত করে মাদ্রিদে নতুন সংগঠন 'প্রবাসী ফ্রেন্ডস ক্লাব' গঠিত হয়েছে। গত ৩০ আগষ্ট লেখক নিজাম মুন্সির উদ্যোগে গঠিত এই সংগঠনের প্রথম সাধারন সভা মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে  অনুষ্টিত হয়েছে।  সংগঠনের সভাপতি মাহফুজুল হক শোভনের সভাপতিত্বে অনুষ্টিত  সভাটি পরিচালনা করেন সাধারন সম্পাদক নুরুল হক নুরু। সংগঠনকে নিষ্টার সাথে পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন মোখলেছুর রহমান, আমান উল্লাহ বাদল, মোহাম্মেদ শাহিন, মাসুদুর রহমান নাসিম, রশিদ আল মামুন, মিয়া মোহাম্মেদ ওয়াদুদ  প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে সম্পূর্ন অরাজনৈতিক ভাবে সংগঠন পরিচালনা এবং বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন, সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে নতুন প্রজন্ম ও বিদেশীদের কাছে বাংলাদেশকে তুলে ধরবেন বলে জানান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  শেখ তাহের, জামাল উদ্দিন, মাসুদুর রহমান, আমিনুল হক,মোহাম্মেদ কামাল, মনিরুজ্জামান মনির, মামুন হাওলাদার  প্রমূখ ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com