Latest News

মাদ্রিদে মৌলভীবাজার এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী অনুষ্টান সম্পন্ন

সেলিম আলম, মাদ্রিদ : মৌলভীবাজার এসোসিয়েশন ইন স্পেন এর আয়োজনে ঈদ পূনর্মিলনী  অনুষ্টান। স্থান ছিল  মাদ্রিদের রেতুরিও পার্ক। গত ৪ আগস্ট নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে অনুষ্টিত এ আয়োজনে কেবল মৌলভীবাজার জেলার প্রবাসীরা যোগ দেননি; অন্যান্য জেলার প্রবাসীরাও পরিবার পরিজন নিয়ে সমবেত হোন ঈদ পূনর্মিলনী অনুষ্টানের এ আনন্দযজ্ঞে। প্রায় ২০০ লোকের সমাগমে দিনব্যাপি  অনুষ্টিত এ ঈদ পূনর্মিলনীতে উপস্থিত ছিলেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোঃ শাখাওয়াত হোসেন, যার উপস্থিতি ঈদ পূনর্মিলনী অনুষ্টানকে আরো প্রাণবন্ত করে তোলে। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে নুরুল ওয়াহিদ ও বকুল খানের সঞ্চালনায় আগত অতিথিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোঃ শাখাওয়াত হোসেন, বাংলাদেশ এসোসিয়েসনের সাধারন সম্পাদক  মিনহাজুল আলম মামুন, ব্যবসায়ী সৈয়দ আশফাকুল হক, গ্রেটার সিলেট এসোসিয়েসনের সভাপতি আল মামুন, সাধারন সম্পাদক শিফার আহমেদ ,রাজনীতিবিদ আব্দুল কাইয়ূম পঙ্কি,  কমিউনিটি নেতা কামরুজ্জামান সুন্দর, তরুন রাজনীতিবিদ রমিজ উদ্দিন,খায়রুজ্জামান জামান, সঞ্জু মিয়া,  নাজমুল ইসলাম নাজু, ইসলাম উদ্দিন পঙ্কি, আকরামুল হক, ইফতেখার আলম, কাওসার আহমেদ, ফজির আলি নাদিম, আকাশ ফাহমিদ প্রমুখ। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম জহিরুল ইসলাম,আব্দুল কাইয়ূম সেলিম, ফয়জুর রহমান , আব্দুল কাইউম মাসুক,সাইফুল আলম, সোহেল আহমেদ সামছ্‌, লুতফুর রহমান, আবু জাফর রাসেল, হুমায়ূন কবির রিগ্যান,লুৎফুর রহমান ইদ্রিস, আইয়ুব আলী সুহাগ, মাহবুবুর রহমান, সুমন হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠানে সমাগতরা একে অপরের সাথে  ঈদেরে শুভেচ্ছা বিনিময় করেন। ঈদ অনেক অাগে চলে গেলেও তার আমেজ যে এখনো ফুরোয়নি; মৌলভীবাজার এসোসিয়েশনের ঈদ পূনর্মিলনী অনুষ্টানে প্রবাসীদের মিলনমেলায় তা-ই মনে হয়েছিল।
উপস্থিত সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজৈনতিক সংগঠনের নেতৃবৃন্দ একে অপরের সাথে  ঈদের কুশলাদি বিনিময় করেন। দিনব্যাপী উচ্ছ্বাসে মাতেন সমাগতরা।  বক্তারা তাদের বক্তব্যে বলেন, চা বাগান ঘেরা  বাংলাদেশের অন্যতম  ঐতিহ্যবাহী একটি জেলা মৌলভীবাজার, যার সুনাম রয়েছে দেশে বিদেশে। এ জেলার স্পেন প্রবাসীরা যে সুন্দর একটি অনুষ্টান ও মিলন মেলার আয়োজন করেছেন, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বক্তারা।
সাংস্কৃতিক অনুষ্টানে শাওন আহমেদের পরিচালনায়  সুরমা শিল্পী গোষ্ঠির সঙ্গীত শিল্পী সোহেল এর  পরিবেশিত গান সবাই উপভোগ করেন।



যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com