Latest News

ক্যান্সার আক্রান্ত স্বীকৃতির পাশে আসিফ

এসবিএন ডেস্ক : ক্যান্সার আক্রান্ত কণ্ঠশিল্পী স্বীকৃতির চিকিৎসা সহায়তায় এবার এগিয়ে এলেন আসিফ আকবর। তিনি নিজের গাওয়া একা একা লাগে শিরোনামের একটি গান দিয়েছেন মোবাইল প্রতিষ্ঠান গ্রামীণফোনকে। গানটির ওয়েলকাম টিউন থেকে প্রাপ্ত অথের্র পুরোটাই দেওয়া হবে স্বীকৃতির চিকিৎসা তহবিলে। জানা গেছে, গ্রামীণফোন নাম্বার থেকে *৪০০০*২৮০# প্রেস করে গানটিকে ওয়েলকাম টিউন হিসেবে সেট করা যাবে। গানটির কথা লিখেছে রাজিব আহমেদ, সুর করেন আশিকুর রহমান চৌধুরী। সংগীতায়োজনে মুশফিক লিটু। আসিফ তার ফেসবুক পেজে বলেছেন, দীর্ঘ বিরতির পর সংগীতাঙ্গনে ফিরে এসে আমার গাওয়া জনপ্রিয় গানগুলোর মধ্যে সবচেয়ে বেশি হৃদয়ছোঁয়া এটি। ক্যান্সার আক্রান্ত স্বীকৃতির চিকিৎসায় সামান্য হলেও গানটি কাজে আসতে পারে বলে মনে হয়েছে। তাই গ্রামীণফোনকে এটি দিলাম। সংগীতশিল্পী  শাহনাজ রহমান স্বীকৃতি ব্লাড ক্যানসারে আক্রান্ত। গুরুতর অসুস্থ হলে গত ২৪ আগস্ট ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসা পেলে স্বীকৃতি সুস্থ হয়ে উঠবেন বলে জানান সেখানকার চিকিৎসকরা।
স্বীকৃতি সর্বশেষ গান গেয়েছেন
অ্যাকশন জেসমিন ছবির প্লে-ব্যাকে। বাংলা চলচ্চিত্রে এ পযর্ন্ত  ৫০০ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এর বাইরে স্বীকৃতির সাতটি একক অ্যালবাম ও পঞ্চাশেরও বেশি মিশ্র অ্যালবাম প্রকাশ হয়েছে। ১৯৯৯ সালে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে তালিকাভুক্ত সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com