Latest News

স্পেন বিএনপি'র উদ্যোগে খালেদা জিয়ার ৮ম কারা মুক্তি দিবস পালিত

সেলিম আলম, মাদ্রিদ :  বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার অষ্টম কারা মুক্তি দিবস উপলক্ষ্যে স্পেন বিএনপি'র উদ্যোগে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।  গত ১৬ সেপ্টেম্বর মাদ্রিদের একটি হলে আয়োজিত এ সভায়  ইউরোপের প্রায় ১৮টি দেশের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা  বেগম খালেদা জিয়াকে গণতন্ত্র পুনরূদ্ধারে আপোষহীন নেত্রী উল্লেখ করেন এবং তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামে জাতীয়তাবাদী শক্তির সৈনিকদের স্ব স্ব অবস্থান থেকে অংশগ্রহণ করার আহ্বান জানান।
স্পেন বি এন পির সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম পংকি ও দিদার আহমদের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক  সম্পাদক মাহিদুর রহমান, তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আব্দুস  সালাম, সায়েম আহমদ, ইউকে বিএনপি'র সহ সভাপতি আনোয়ার হোসেন খোকন, মহি উদ্দিন জিন্টু,সৈয়দ সাইফুর রহমান, কামরুল হাসান জনি সহ স্পেন ফ্রান্স, ইউকে, বেলজিয়াম, ইতালী, ফিনল্যান্ড,সুইডেন, আয়ারল্যান্ড, জার্মান, হল্যান্ড,পর্তুগাল, অষ্টিয়া, গ্রীস, সুইজারল্যান্ড সহ ইউরোপের  ১৮ টি দেশের বিএন পি'র সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা কর্মী।
সভায় বক্তারা আওয়ামীলীগ সরকারকে অবৈধ সরকার দাবি করে আরো বলেন, বর্তমান সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে গোটা দেশকে আজ কারাগারে পরিনত করেছে।  এই কারাগার থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে।
আলোচনা সভায় স্পেনে নিয়ুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্র দূত হাসান মাহমুদ খন্দকারকে প্রতিহত করারও  ঘোষনা দেয়া হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com