Latest News

স্পেনে বিএনপি'র প্রতিষ্টা বার্ষিকী পালিত

সেলিম আলম, মাদ্রিদ :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  ৩৭ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে স্পেন বিএনপি। গত ১ সেপ্টেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্টিত হয় । সংগঠনের সভাপতি খোরশেদ আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্টিত এ সভাটি পরিচালনা করেন কাজী কাশেম। আলোচনাসভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক উল্লেখ করে আরো বলেন,  সময়ের প্রয়োজনে ১৯ দফা কর্মসূচীর মাধ্যমে দেশের জনগনের আশা আকাংখা পুরনের জন্য জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্টা করেছিলেন। মুক্তিযুদ্ধের চেতনায়  দেশ গড়তে বাংলাদেশের একমাত্র দল হিসেবে বিএনপি’ই সারা বিশ্বে পরিচিত- এমন দাবীও করেন বক্তারা। সভায় অন্যান্যের মধ্যে  বক্তব্য রাখেন মোজাম্মেল হুসেন, মিজানুর রহমান বিপ্লব, মখলেছুর রহমান, রমিজ উদ্দিন, আবু বক্কর,  মিল্টন ভুইয়া কচি, মাসুদুর রহমান নাসিম, নাজমুল ইসলাম নাজু,আব্দুল আওয়াল খান,শাওন আহমেদ,  ছানুর মিয়া ছাদ, ফখরুল হাসান প্রমুখ। বক্তারা  আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ও ইসলামী মুল্যবোধে বিশ্বাসী শক্তিকে আন্তর্জাতিক চক্রান্তের হাত থেকে রক্ষা করতে হবে এবং দেশকে বাকশাল মুক্ত করতে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে খালেদা জিয়ার ডাকা আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন জহুর চৌধুরি। সভাপতির বক্তব্যে খোরশেদ আলম মজুমদার বলেন, শেখ মুজিবুর রহমানের মতো শেখ হাসিনাও জনগনের সাথে প্রতারনা করছেন। বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা, গুম, নির্যাতন এবং সংবাদ মাধ্যম ও সংবাদিকদের শিকল বন্দী করে তিনি ডিজিটাল বাকশাল কায়েম করেছেন। এই বাকশালী শেখ হাসিনার  কাছ থেকে গনতন্ত্র পূনরুদ্ধার করতে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদেরকে তারেক জিয়ার নেতৃত্বে আরেকটা মুক্তির সংগ্রামে অংশগ্রহণ করতে হবে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com